Header Ads

মহানগরের গোশালার নিজরাপাড়ার পাহাড়ে দাবানল, আগুন লাগে সোনাপুরের ধান ক্ষেতেও

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ  জালুকবাড়ি থানা অন্তর্গত মালিগাঁয়ের গোশালা এলাকার নিজরাপাড়ের পাহাড়ে শনিবার রাতে ভয়ঙ্কর আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে পাহাড়ে বসবাসকারীরা বাড়ির পাশে আবৰ্জনায় আগুন লাগিয়েছিল। পরে সেই আগুন ধীরে ধীরে গোটা পাহাড়ে ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে বিশাল আকার ধারণ করে। জোর হওয়া চলার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলত পাহাড়ে বসবাসকারী লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। এখন বসন্ত কাল,  বৃষ্টি অনেক দিন না হবার ফলে গাছপালা জঙ্গল সমস্ত কিছুই শুকনো হয়ে রয়েছে। যার ফলে আগুন লাগার সাথে সাথে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ও পুরো জঙ্গলে ছাড়িয়ে পড়ে। খবর পেয়ে মহানগরের বেশ কয়েকটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছলেও পাহাড়ের অনেকটা ওপরে আগুন লাগার ফলে দমকলের গাড়ি পাহাড়ের ওপর উঠতে বহু অসুবিধার সম্মুখীন হতে হয়। বেশ কয়েক ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্ৰণে আসে। ঘটনায়  হতাহত কেউ হয়নি। প্ৰসঙ্গত, কিছুদিন আগে কামাখ্যা পাহাড় এবং জালুকবাড়ির আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের পাহাড়ে তথা রানীর পাহাড়ে আগুন লাগে। অন্যদিকে, সোনাপুরের যোগদলের ধান ক্ষেতেও আগুন লাগে। কোনও দুর্বৃত্ত ধান ক্ষেতে আগুন লাগিয়েছে বলে স্থানীয়দের অনুমান। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্ৰণে আনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.