বনধ ডাকার জন্যে আসু, কৃষক মুক্তি সংগঠনকে ক্ষতিপূরণ দিতে হবে, অসমের গোয়ালপাড়ার ডেপুটি কমিশনারের নির্দেশ
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমে প্রায় প্রতিদিন কোনও না কোনও সংগঠন বন্ধ পথ রেল অবরোধ করে রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা অচল করে দেয়। অৰ্থনৈতিকভাবে পিছিয়ে পরে অসম। সুপ্রিম কোর্টের রায় দেবার পরও কোনও কাজ হয় নি। সম্প্রতি গুয়াহাটি হাই কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া আবার করা আদেশ দিয়ে যে সব সংগঠন রাজনৈতিক দল বনধ ডাকবে, রেল অবরোধ করবে তাদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে আর্থিক ক্ষয় খতির পুরো হিসাব নিয়ে আন্দোলনকারীদের কারণ দর্শানোর নোটিশ জারি করে বনধের ফলে আর্থিক ক্ষতির টাকা আদায়ের করা আদেশ দিয়েছেন। আন্দোলনকারীদের এই টাকা দিতে হবে, নতুবা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সর্বপ্রথম গোলপাড়ার ডেপুটি কমিশনার জেলার পুলিশ সুপারকে অর্ডার দিয়ে গত ফেব্রুয়ারি মাসে আসু এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ডাকা বনধ এবং রেল অবরোধের ফলে ক্ষতির হিসাব নিকাশ করে এই সংগঠন দুটিকে চার্জ শীট দেবার নির্দেশ দিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। লিগাল রাইটস অবজারভেটরি কমিটি ডেপুটি কমিশনারকে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে আন্দোলনকারীদের কাছ থেকে ক্ষতি পূরণ আদায়ের দাবি জানান। গোয়ালপাড়ার ডেপুটি কমিশনারের এই আদেশ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা পেয়েছে। আসু এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এই আদেশ মানবে না । তাদের দাবি অহিংসা গণতান্ত্রিক আন্দোলনকে নিষিদ্ধ করা যায় না। নিম্ন অসম বাস শ্রমিক সংগঠন রাজ্যের স্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিল। সেই দাবি মেনে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বনধ বিরোধী যুগান্তকারী রায় দেন।








কোন মন্তব্য নেই