মহাকাশে সফল ভারতের মিশন শক্তি- প্রধানমন্ত্রী
ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ মহাকাশে সফল ভারতের মিশন শক্তি। বুধবার এই সংবাদ দেশবাসীকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান যে মহাকাশ লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করার প্রক্রিয়া ভারতের ইতিহাসে এই প্রথম। মাত্র তিন মিনিটে শত্রু দেশের একটি লো আরবিট স্যাটেলাইট কে ধ্বংস করে ভারতের স্যাটেলাইট এই মিসাইল। বুধবার ভারতের কাছে এক বড় গর্বের দিন। মহাকাশ শক্তিতে বিশ্বে এখন ভারতের স্থান চতুর্থ। এন্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে মহাকাশে লো আরবিট স্যাটেলাইটকে ধ্বংস করল ভারত। এই মিশনের নাম মিশন শক্তি। বুধবার এই সংবাদ দেশবাসীকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান যে মহাকাশ অরবিট স্যাটেলাইট ধ্বংস করার এই প্রক্রিয়া ভারতের ইতিহাসে এই প্রথম। এই সাফল্যের পর ভারত এখন মহাকাশে শক্তিশালী একটি দেশ। এন্টি স্যাটেলাইট মিসাইল হল এমন এক মিসাইল যা মহাকাশে কোন একটি স্যাটেলাইটকে ধ্বংস করতে পারে। বিশ্বের খুব কম দেশেই এই প্রযুক্তি রয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। আমেরিকা, রাশিয়া ও চীনের পরেই মহাকাশ শক্তিতে এখন ভারতের স্থান।









কোন মন্তব্য নেই