হজ্ব যাত্ৰার বিজ্ঞপ্তি জারি ২০১৯
গুয়াহাটিঃ ২০১৯ সালের হজ্ব যাত্ৰীদের আগাম প্ৰথম কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে জমা দিতে হবে। তার পর হজ্ব যাত্ৰার সুযোগ দেওয়া হবে। মুম্বাইয়ের ভারতীয় হজ্ব কমিটি ১২ নম্বর সার্কুলার যোগে এ কথা জানিয়ে বলেছেন, ২০১৯ সালের হজ্ব যাত্ৰার জন্য এই পরিমাণ টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ ৫ এপ্ৰিল ২০১৯ পৰ্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে, অসম, মেঘালয়, নাগাল্যাণ্ড ইত্যাদির যুগ্ম রাজ্যিক হজ্ব কমিটির কাৰ্য নিৰ্বাহী অফিসার ও সচিব আবুল লেইস চৌধুরী জানিয়েছেন।









কোন মন্তব্য নেই