Header Ads

উত্তর পূৰ্বাঞ্চলের রাজ্যগুলি বিশেষ রাজ্যের মৰ্যাদা দেওয়ার প্ৰতিশ্ৰুতি রাহুলের


গুয়াহাটিঃ অসম সহ উত্তর পূৰ্বাঞ্চলকে বিশেষ রাজ্যের মৰ্যাদা দেওয়া হবে। শিল্প নীতি বদল করে বিশেষ সুযোগ দেওয়া হবে। কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী আজ মণিপুর, ত্ৰিপুরায় নিৰ্বাচনী প্ৰচারে এসে এই প্ৰতিশ্ৰুতি দিয়ে বলেন, বিজেপির শাসনে উত্তর পূৰ্বাঞ্চলের ভাষা-সংস্কৃতি বিপন্ন হয়ে পড়েছে। কেন্দ্ৰীয় সরকার সব কিছু চাপিয়ে দিচ্ছে উত্তর পূৰ্বাঞ্চলের রাজ্যগুলির ঘাড়ে। কংগ্ৰেস ক্ষমতায় এলে কোনও ভাবে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতে দেবে না। কৰ্মসংস্থানের কথা উল্লেখ করে বলেন, ২০১৮ সালে সারা দেশে ১ কোটি চাকরির সুযোগ নষ্ট হয়েছে, প্ৰতিদিন ৩০ হাজার করে চাকরি নষ্ট হচ্ছে। রাফাল কেলেঙ্কারী সম্পৰ্কে বলেন, আম্বানী গোষ্ঠীকে ৩০ হাজার কোটি টাকা কেন্দ্ৰীয় সরকার দিয়েছে। সেই টাকায় মণিপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেত। উত্তর পূৰ্বাঞ্চলে আৰ্থিক প্যাকেজ ঘোষণা করা যেত পারত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.