Header Ads

১৫ মে'র পূৰ্বে অসম মাধ্যমিক পরীক্ষার ফলাফল, অস্থায়ী কলেজ শিক্ষকদের বসিয়ে দেওয়ার নিৰ্দেশ জারি

গুয়াহাটিঃ ১৫ মে'র পূৰ্বে অসম মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্ৰকাশ পাবে। সেবার চেয়ারম্যান রমেশ  চন্দ্ৰ জৈন আজ এ কথা জানান, তিনি বলেন, এন আর সি প্ৰক্ৰিয়া, পঞ্চায়েত নিৰ্বাচন প্ৰভৃতি কারণে ফলাফল প্ৰকাশে বিলম্ব ঘটলেও পূৰ্ববৰ্তী বছর থেকে ১০-১২ দিন আগেই প্ৰকাশ পাবে। আজ এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাঠ্যক্ৰমে দক্ষতা ভিত্তিক বিষয় অন্তৰ্ভুক্ত করে পাঠ্যক্ৰমে সংস্কার করা হবে। জব মেলার ব্যবস্থাও করা হবে। এদিকে রাজ্যের ৩২৩ টি প্ৰাদেশিক কলেজের অস্থায়ী ঠিকা ভিত্তিক শিক্ষকদের বসিয়ে দেওয়ার জন্য উচ্চ শিক্ষার সঞ্চালকালয়ের সিদ্ধান্তের খবরে শিক্ষক সংগঠনগুলির মধ্যে তীব্ৰ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। ১৯৯২ সাল থেকে কলেজগুলিতে স্থায়ী পদে শিক্ষক নিয়োগ বন্ধ করে অস্থায়ী ভিত্তিতে কম পারিশ্ৰমিকে শিক্ষক নিয়োগ প্ৰক্ৰিয়া শু হয়েছিল। শিক্ষক সংস্থাগুলির অভিযোগ রাজ্যের ৩২৩ টি কলেজে ৩-৪ হাজার শিক্ষককে ঠিকাভিত্তিতে নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট কলেজের ম্যানেজিং কমিটিগুলিতে অস্থায়ী শিক্ষকদের নানা গু দায়িত্ব দিয়ে শৰ্ত বেঁধে দেয় বলে সংস্থাগুলির অভিযোগ। মুখ্যমুন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালকে অবিলম্বে হস্তক্ষেপ করে  ঠিকা শিক্ষক বিরোধী নিৰ্দেশ প্ৰত্যাহারের দাবি জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.