Header Ads

রেল বিভাগের অনিয়মের বিরুদ্ধে লামডিং রেল এমপ্লয়িজ ইউনিয়নের সাংবাদিক সম্মেলন

স্বপন দাস, লামডিংঃ রেল বিভাগে অনিয়মের  বিরুদ্ধে সরব হয়েছে লামডিং রেল কর্মচারী। শুক্রবার স্থানীয় ইউনিয়ন কার্যালয়ে এ বিষয়েএক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।এমপ্লইজ ইউনিয়ন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেলমন্ত্রীকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন যে লামডিং রেল বিভাগের বর্তমানে নেমে এসেছে গভীর অন্ধকার। রেল নগরী বলে বিখ্যাত লামডিং এখন দমবন্ধ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে । এম্প্লয়িজ ইউনিয়নের ডাকা সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের কর্তৃপক্ষ বলেন যে প্রতিদিন বিভিন্ন কার্যালয় থেকে রেল কর্মচারী বদলি করা হয় এর ফলে রেলের কাজকর্মে খুব অসুবিধার সৃষ্টি হয়। বিশেষ করে এর ফলে হাসপাতালগুলোতে এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.