উন্নয়নের স্বার্থে আবার মোদি সরকার চাই - কৃপানাথ
চার্বাক দেব, বদরপুরঃ করিমগঞ্জ এবং হাইলাকান্দি (সংরক্ষিত,তফশিলি) আসনটি এবার বিজেপির দখলে আসছে, দাবি প্রার্থী কৃপানাথ মালার। কারণ করিমগঞ্জ কংগ্রেস এখন অস্তিত্বহীন। গত 55 বছরেও দেশ থেকে 'গরিবি হঠাও' কংগ্রেসের এই স্লোগান বাস্তবায়ন হলো না, বলেন করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী। গত পাঁচ বছরে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট, পরিস্কার শৌচালয়, বৃদ্ধভাতা, প্রধান মন্ত্রী আবাস যোজনা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুলভ রান্নার গ্যাস, স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদির দ্রুত গতিতে বাস্তবায়ন হচ্ছে। প্রার্থী কৃপানাথ মালাকে নিয়ে শুক্রবার বদরপুর বিজেপি নির্বাচনী কার্যালয়ে দলের কর্মীদের প্রচারে অক্সিজেন দিতে সঙ্গে ছিলেন বিজেপি রাজ্যিক সহ সভাপতি বিশ্বরূপ ভট্রাচার্য, মণ্ডল সভাপতি রূপন কুমার পাল. বদরপুরের দল প্রভারি প্রভাত পাল, রতন সেনগুপ্ত, আশীষ দাস, বাপি এন্দো, বিশ্ববরন বরুয়া। তাছাড়া ছিলেন সহযোগী অগপ-এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক গোপেস্বর চৌধুরী, বসির আহমদ সদিয়ল, নরুল হক প্রমুখ। সভায় সকলেই লোকসভা নির্বাচনে দ্বিতীয় বারের মত নরেন্দ্র মোদিকে প্রধান মন্ত্রী বানানোর চেষ্টায় ঝাঁপিয়ে পরার জন্য কর্মীদের আহ্বান জানান।









কোন মন্তব্য নেই