Header Ads

কপিলি চা বাগানে শ্রমিকদের ১২টি অস্থায়ী শিবির আগুনে পুড়ে ছাই

বিপ্লব দেব, হাফলংঃ হাফলং থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরবর্তী উমরাংশু কপিলি চা বাগান শ্রমিকের ১২ টি শিবির এক বিধ্বংসী অগ্নিকান্ডে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। শুক্ৰবার সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ বাগানে আগুন লাগে। জানা গেছে শুক্রবার সকালে যে সময় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে সংগঠিত হয় তখন ওই অস্থায়ী শিবিরের শ্রমিকরা বাগানে কর্মরত অবস্থায় ছিল। তাই তারা শিবিরে কোনও জিনিষ পত্র বাঁচাতে পারেনি। শৰ্ট সাৰ্কিটের ফলে আগুন লেগেছে বলে প্ৰাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
                      

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.