Header Ads

আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সংস্থার অনশ আন্দোলনের শুরু

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর -টানা চতুর্থ দিন ও স্তব্ধ আসাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্ম । গত তিন দিন থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সংস্থার ধারাবাহিক আন্দোলনের পর শুক্রবার থেকে শুরু হল অনশন আন্দোলন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে গবেষক ছাত্র সংস্থার সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও কাজ হয়নি। গবেষক ছাত্র সংস্থা সাফ জানিয়ে দিয়েছে তাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে । উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সংস্থা ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ সালের নন নেট ফেলোশিপ প্রদান, স্কুল ওফ টেকনোলজি থেকে মাইক্রোবায়োলজি বিভাগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সড়ক সংস্কার, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে গবেষক প্রতিনিধি নিয়োগ, ফার্মাসুইটিকেল সাইন্স বিভাগের স্থায়ী ভবন নির্মাণ ও অন্যান্য দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছে।বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সংস্থা এমন সময়ে আন্দোলন করছে যখন আগামী ১৪ই মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন  অনুষ্ঠান নির্ধারিত রয়েছ। গবেষক ছাত্র সংস্থার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক পঠনপাঠন ও পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম স্তব্ধ হয়ে রয়েছে। এমন সময়ে উপাচার্য ও বিদেশে রয়েছেন। এমতাবস্থায় বরাকবাসীর আন্দোলন ফসল এই বিশ্ববিদ্যালয়ে চলা অচলাবস্থা  নিয়ে বৌদ্ধিক মহল যথেষ্ট উদ্বিগ্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.