Header Ads

হাফলঙে মাটির নীচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

মৃত দুই শ্ৰমিক
এই সেই দুৰ্ঘটনাস্থল
বিপ্লব দেব, হাফলংঃ হাফলঙে স্টেডিয়াম নির্মান কাজ করতে গিয়ে রবিবার মাটি ধসে মৰ্মান্তিকভাবে মৃত্যু হয় দুই শ্রমিকের। হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম নির্মানের কাজ চলছে। এই স্টেডিয়াম নির্মানের কাজ করছে গুয়াহাটির আশীর্বাদ নির্মান সংস্থা। হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেকেসের  দক্ষিণ প্রান্তে খুঁটি নির্মানের কাজ চলছিল। রবিবার ওই স্থানে প্রায় ১০ ফুট নীচ থেকে প্রতিদিনের মত খুঁটি নির্মানের কাজ করছিলেন দুই শ্রমিক। কিন্তু দুপুর প্রায় আড়াইটে নাগাদ হঠাৎই মাটির ওপরে থাকা অত্যাধিক সিমেন্টের ব্যাগের ওজনে মাটি ও সিমেন্টের ব্যাগের নীচে চাপা পড়ে দুই শ্রমিকের ঘটনা স্থলে মৃত্যু হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টি টি দাওলাগাপু সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। ছুটে আসেন নির্মান সংস্থার কর্মীরা। এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হাফলং থানার ওসি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে ও  মাটি ও সিমেন্টের ব্যাগের নীচে চাপা পড়া দুই শ্রমিককে জেসিবি দিয়ে মাটি সড়িয়ে উদ্ধার করা হয়। মৃতদের নাম ক্ৰমে মনোওয়ার হুসেন(২৪)। শাহ আলম শেখ (২৮)। জানা গেছে মৃত দুই শ্রমিকের বাড়ি ধুবড়ি জেলার দুরাহাটি গ্রামে। এদিকে নির্মাণ কাজে যুক্ত এক শ্রমিক এই প্রতিবেদককে জানায় অন্যদিনের মত যথারীতি ওই দুই শ্রমিক খুটি নির্মানের কাজ করছিল কিন্তু হঠাৎ করে হুরমুড়িয়ে ভেঙ্গে পড়ে তার উপরের মাটি ও সেখানে থাকা সিমেন্টের ব্যাগ আর এতেই মৃত্যু হয় ওই দুই শ্রমিকের। মাটির নীচ থেকে এক শ্রমিকের মুন্ডহীন দেহ উদ্ধার করা হয়। পড়ে অবশ্য জেসিবি সড়িয়ে ওই শ্রমিকের মুন্ড উদ্ধার করা হয়। এদিকে মৃতদেহ দুটি উদ্ধার করে হাফলং পুলিশ ময়নাতদন্তের জন্য হাফলং সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.