আমেথি ছাড়াও কেরলের ওয়ানাড় থেকেও লড়বেন রাহুল গান্ধী
ছবি, সৌঃ নিউজ১৮.কম
ননী গোপাল ঘোষ, শিলং- এবার আর শুধু আমেথি নয়। আমেথির সঙ্গে একযোগে কেরলের ওয়ানাড় থেকেও লোকসভা নির্বাচনে লড়বেন রাহুল গান্ধী । রবিবার কেরল কংগ্রেসের বরিষ্ঠ নেতা একেএন্থনি ওয়ানাড় থেকে রাহুল গান্ধীর লড়ার কথা ঘোষণা করেন। কংগ্রেসের এই ঘোষণার পরই তীব্র ক্ষোভ ছড়িয়ে পরে বাম শিবিরে । কেরলে ক্ষমতায় রয়েছে বামশিবির। ওয়ানাড়ে বামেদের বিরুদ্ধেই লড়বেন রাহুল । সিপিএম-এর পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত কোনও রাখডাক না করেই জানিয়েছেন, তারা কংগ্রেসের সিদ্ধান্তের বিরোধিতা করছেন । ওয়ানাড় থেকে রাহুলের পরাজয় নিশ্চিত করতে তারা একযোগে লড়াই করবেন । এই কেন্দ্র থেকে বামজোটের প্রার্থী সিপিআই -র পি পি সূনি। তবে কারাতের মতো এতটা চাঁছাছোলা মন্তব্য করেননি কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন বিজেপি-র বিরুদ্ধে লড়তে হবে, এমন কোনও আসনে রাহুল গান্ধীর প্রার্থী হওয়া উচিৎ ছিল । ওয়ানাড় কেন্দ্রটি তামিলনাড়ু কর্ণাটকের সীমান্তে। ফলে এই কেন্দ্র থেকে দক্ষিণের তিন রাজ্যেই নজর রাখতে পারবেন রাহুল বলে কংগ্রেস নেতাদের দাবি। আমেথিতে রাহুল মুখোমুখি হবেন বিজেপি-র স্মৃতি ইরানির। এদিন রাহুল ওয়ানাড়ে প্রার্থী হচ্ছেন এই খবর ছড়িয়ে পরতেই খুশিতে ফেটে পরেন ওয়ানাড়ের কংগ্রেস কর্মীরা ।









কোন মন্তব্য নেই