যাত্রীবাহী ট্রেন গুলিতে স্বচ্ছতা নিয়ে তেমন আগ্রহ নেই উত্তর পূর্ব সীমান্ত রেলের
প্ৰতীকী ছবি
বিপ্লব দেব, হাফলংঃ স্বচ্ছ ভারত মিশন নিয়ে পুরো দেশ যখন এগিয়ে চলছে। তখন উত্তর পুর্ব সীমান্ত রেলের স্বচ্ছতা নিয়ে তেমন কোনও আগ্রহ নেই। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ স্বচ্ছতার দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। মিটারগেজ ট্রেন চলার সময় এ অঞ্চলের রেল যাত্রীদের যে নরক যন্ত্রনা সহ্য করতে হত ঠিক ব্রডগেজেও একই নরক যন্ত্রনা সহ্য করতে হচ্ছে এই অঞ্চলের রেলযাত্রীদের। বিশেষ করে শিলচর-গুয়াহাটির মধ্যে চলাচলকারী ট্রেন গুলির অবস্থা বেশী শোচনীয়। এমনকি শিলচর আগরতলা আসা দূরপাল্লার ট্রেনগুলি গুয়াহাটির পর আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়না এতে যাত্রীদের প্রচন্ড সমস্যায় পড়তে হয়। কিন্তু এ ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। বিশেষ করে শিলচর-গুয়াহাটি ও গুয়াহাটি-শিলচরের মধ্যে যে ফাৰ্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি চলাচল করে এই ট্রেনটির অবস্থা সবচেয়ে বেশী শোচনীয়। শিলচর থেকে ট্রেনটি গুয়াহাটি পৌঁছনোর পর ট্রেনটিকে পরিষ্কার না করেই আবার শিলচর ফেরত পাঠানো হয় এমনই অভিযোগ রেলযাত্রীদের। তার উপর টয়লেট অপরিষ্কার যার দরুন দূর্গন্ধে ট্রেনের কামরায় বসা অনেক কষ্টকর হয়ে ওঠে। তাছাড়া টয়লেটে প্রায় সময় জলের ব্যবস্থা থাকেনা। স্লিপার ক্লাসের কামরায় কখনও আলো জ্বলছে না এমনকি কামরার ট্রেনের কামরার অধিকাংশ ফ্যানগুলিও প্রায় সময় বিকল হয়ে পড়ে থাকে। এমনই অসহনীয় যন্ত্রনার মধ্যে যাত্রীদের আসা যাওয়া করতে হচ্ছে কিন্তু রেল কর্তৃপক্ষ এদিকে তেমন গুরুত্ব দিচ্ছেননা বলে অভিযোগ উঠছে। তাছাড়া রাতে গুয়াহাটি থেকে ট্রেনটি ছাড়ার পরই রেল যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভূগেন কারণ গুয়াহাটি-শিলচর ফাৰ্স্ট প্যাসেঞ্জার ট্রেনটিতে যাত্রী নিরাপত্তা বলতে কিছুই নেই। প্রায় সময়ই ওই ট্রেনে ছিনতাই চুরি লেগেই রয়েছে। গুয়াহাটি ছাড়ার পর গুয়াহাটি থেকে লামডিংয়ের মধ্যে প্রায় সময়ই যাত্রীদের মূল্যবান সামগ্রী টাকা ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে ছিনতাইকারীরা। কিন্তু রাতে এসব ঘটনার পর ট্রেনে অভিযোগ জানানোর মত কাউকে খুঁজে পাওয়া যায় না। তাছাড়া রাতের ওই ট্রেনে কোনও নিরাপত্তা রক্ষীর দেখা মেলেনা। রাতে ট্রেন ছাড়ার পর কর্তব্যরত টিটিদের দেখা মেলেনা। ট্রেনের বাতানুকুল কামরা থেকে টিটিবাবুরা বের হতে চান না বলে যাত্রীদের অভিযোগ। এতসব অভিযোগের পরও উত্তর পূর্ব সীমান্ত রেল এনিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না বলে বিস্তুর অভিযোগ রয়েছে।









কোন মন্তব্য নেই