Header Ads

বদরপুর বিজেপি মণ্ডল নির্বাচনী কার্য্যালয় উদ্বোধন

নয়া ঠাহর প্রতিবেদন,  বদরপুরঃ বদরপুর বিজিপির মণ্ডল নির্বাচনী কার্য্যালয় উদ্বোধন হল সোমবার। এই উদ্বোধন  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বদরপুর মণ্ডল সভাপতি রূপন পাল,পল্টু সাহা (বদরপুর নির্বাচন চক্রের পর্যবেক্ষক ), তপন মুহুরী, জেলা কমিটির  সদস্য  চন্দন  পাল, রতন সেন গুপ্ত ও বদরপুর মণ্ডল কমিটির সদস্য  বিদ্যুৎ বরণ চৌধুরী প্রমুখরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.