Header Ads

তৃণমূল কংগ্ৰেসের প্ৰাৰ্থী তালিকা প্ৰাকশ, বাংলার বাইরেও নিৰ্বাচনী লড়াইয়ে তৃণমূল

ছবি, সৌঃ ক্যালকাটা নিউজ
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গের ৪২টি আসনে মিলে মিশে মঙ্গলবার প্ৰকাশ হল তৃণমূল কংগ্ৰেসের প্ৰাৰ্থী তালিকা। ২০১৯ লোকসভা নিৰ্বাচনে প্ৰাৰ্থী হিসেবে কাদের নাম বাদ গেল, কাদের নাম ঘোষণা করা হল আসুন দেখে নিই এক নজরে--- ১) ডায়মন্ড হারবার- প্ৰাৰ্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, ২) কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়, ৩) কলকাতা দক্ষিণ- মালা রায় (নতুন), ৪) যাদবপুর- অভিনেত্ৰী মিমি চক্ৰবৰ্তী (নতুন), ৫) মথুরাপুর- চৌধুরি মোহন জাটুয়া, ৬) জয়নগর- প্ৰতিমা মণ্ডল, ৭) বসিরহাট- অভিনেত্ৰী নুসরত জাহান (নতুন), ৮) বারাসত- কাকলি ঘোষ দস্তিদার, ৯) দমদম- সৌগত রায়, ১০) বিষ্ণুপুর- শ্যামল সাঁতরা (নতুন), ১১) বাঁকুড়া- সুব্ৰত মুখোপাধ্যায়(নতুন), ১২) পুরুলিয়া- ডঃ মৃগাঙ্ক মাহাতো, ১৩) ঝাড়গ্ৰাম- বীরবাহা সোরেন (নতুন), ১৪) মেদিনীপুর- মানস ভুঁইঞা (নতুন), ১৫) ঘাটাল দীপক অধিকারী (দেব), ১৬) কাঁথি- শিশির অধিকারী, ১৭) তমলুক- দিব্যেন্দু অধিকারী, ১৮) আরামবাগ- অপরূপা পোদ্দার, ১৯) হুগলি- ডঃ রত্না দে নাগ, ২০) শ্ৰীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ২১) হাওড়া- প্ৰসূন বন্দ্যোপাধ্যায়, ২২) উলুবেড়িয়া- সাজদা আহমেদ, ২৩) ব্যারাকপুর- দীনেশ ত্ৰিবেদী, ২৪) বনগাঁ- মমতাবালা ঠাকুর, ২৫) আসানসোল- অভিনেত্ৰী মুনমুন সেন, ২৬) বোলপুর- অসিত মাল (নতুন), ২৭) বীরভূম- অভিনেত্ৰী শতাব্দী রায়, ২৮) বৰ্ধমান-দুৰ্গাপুর- মুমতাজ সংঘমিত্ৰা, ৩০) রানাঘাট- রূপালি বিশ্বাস (নতুন), ৩১) কৃষ্ণনগর- মহুয়া মৈত্ৰ (নতুন), ৩২) বহরমপুর- অপূৰ্ব সরকার (নতুন), ৩৩) মুৰ্শিদাবাদ- আবু তাদের খান (নতুন), ৩৪) জঙ্গিপুর- খলিলুর রহমান (নতুন), ৩৫) মালদহ দক্ষিণ- ডঃ মোয়াজ্জেম হুসেন, ৩৬) মালদহ উত্তর- মৌসম বেনজির নূর (নতুন), ৩৭) বালুরঘাট- অৰ্পিতা ঘোষ, ৩৮) রায়গঞ্জ- কানাইলাল আগরওয়াল (নতুন), ৩৯) দাৰ্জিলিং- অমর সিং রাই (নতুন), ৪০) জলপাইগুড়ি- বিজয় চন্দ্ৰ বৰ্মন, ৪১) আলিপুরদুয়ার- দশরথ তিরকে, ৪২) কোচবিহার- পরেশ অধিকারী (নতুন)। তবে পশ্চিমবঙ্গের বাইরেও নিৰ্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্ৰেস। ঝাড়খণ্ড, ওড়িশা, অসম এবং আন্দামানেও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। ভুবনেশ্বর, ভদ্রকে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। দলের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন সুব্রত বক্সি এবং শুভেন্দু অধিকারী। ঝাড়খণ্ডের ৪টি আসন- রাজমহল, রাঁচি, জামশেদপুর, ধানবাদে প্রার্থী দেবে ঘাসফুল শিবির। অসমের করিমগঞ্জ, শিলচর, কোকড়াঝাড় ও গুয়াহাটি-সমেত মোট ৬টি আসনে লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিহারের কিষানগঞ্জ ও মহারাজগঞ্জ- দুটি আসনে লড়বে তৃণমূল। এছাড়াও আন্দামানেও প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনগুলিতেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.