Header Ads

অসমের যোরহাটে বাঙালি ব্যবসায়ীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ 
মুৰ্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থেকে প্লাষ্টিকের বাসন-পত্ৰ ও অন্যান্য সামগ্ৰী কিনে অসমের যোরহাট জেলায় বিভিন্ন হকারদের বিক্ৰি করে সংসার চালাতেন মুৰ্শিদাবাদের আদি বাসিন্দা রাজারাম দাস (৪০) তিনি দীৰ্ঘ ১৮ বছর যোরহাটে ব্যবসা করছেন, সঙ্গে তার দাদা রাজকুমার দাসও যোরহাটে থাকতেন। সবার সঙ্গে সুসম্পৰ্ক ছিল। মাসে দু'একবার বাড়ি ফিরতেন। সম্প্ৰতি তার বস্তাবন্দি মৃতদেহ যোরহাটে পাওয়া গেছে। তার স্ত্ৰী ছাড়া দুই সন্তান, বড়টি চতুৰ্থ শ্ৰেণীতে, ছোটটি দ্বিতীয় শ্ৰেণীতে পড়ত বলে স্ত্ৰী রঞ্জনা জানিয়েছেন। ছেলেকে হারিয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন মা দিপালী দাস। তিনি বলেন, তার পুত্ৰের কোনও শত্ৰু ছিল না। পশ্চিমবাংলার প্ৰতিমন্ত্ৰী জাকির হোসেন অভিযোগ করেছেন, বাইরের কাজে গিয়ে এভাবে একের পর এক খুন হচ্ছে। কি কারনে তাকে খুন করা হল, তা অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের কাছে জানতে চাইবো বলে জানিয়েছেন। মুৰ্শিদাবাদের পুলিশ সুপার অসমের যোরহাটের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। আজও মৃত্যুর কিনারা হয় নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.