লামডিং রেল স্টেশনে বৃহৎ পরিমাণের বিলাতী মদ বাজেয়াপ্ত
স্বপন দাস, লামডিংঃ বৰ্তমানে রাজ্যে নিৰ্বাচনী হাওয়া বইছে। এই সুযোগেই একাংশ দুষ্টচক্ৰ রেল প্ৰশাসনের নাকের ডগায় চালিয়ে যাচ্ছে মদ পাচারের ব্যবসা। রবিবার লামডিং রেল স্টেশনে বৃহৎ পরিমাণের অরুনাচলী মদ বাজেয়াপ্ত করে রেল পুলিশ। লামডিং জিআরপি নিয়মিত তল্লাশী চালানোর সময় ট্ৰেনের কামরায় সব্জীর বস্তা থেকে মদগুলি উদ্ধার করে। লামডিঙের জিআরপি আধিকারিক জানান- ডিমাপুর থেকে আনা হচ্ছিল ওই মদগুলি। নিৰ্বাচনের প্রাক মুহূর্তে লামডিং রেল স্টেশনে বৃহৎ পরিমাণের মদ উদ্ধারের ঘটনা প্ৰশাসনের ফোকলা স্বরূপকেই তুলে ধরছে। একাংশ দুষ্ট চক্ৰ রেল প্ৰশাসন তথা রেল কৰ্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।









কোন মন্তব্য নেই