Header Ads

বিশ্ব চড়াই দিবস উদযাপন করল স্নেহ বন্ধন


গুয়াহাটিঃ গ্ৰাম শহরের অধিকাংশ ঘর-বাড়ির উঠোনে, ছোট-খাট গাছ-পালায়, কিচির-মিচির শব্দে মুখরিত করে রাখে জোট বেঁধে থাকা চড়াই পাখিগুলো। সেই পাখিগুলোকে বাঁচাবার জন্য পরিবেশবিদরা চেষ্টা করে যাচ্ছে। আজ ছিল বিশ্ব চড়াই দিবস। অসমীয়াতে চড়াইকে ‘ঘনচিরিকা' বলা হয়। ২০০৮ সাল থেকে বিশ্ব চড়াই দিবস উদযাপন করা হচ্ছে। প্ৰকৃতির এই চড়াই আজ বিপন্ন প্ৰজাতির বিলুপ্ত প্ৰায়, ক্ৰমশ হারিয়ে যাচ্ছে। শহরের প্ৰাসাদগুলিতে চড়াইদের আর ঠাঁই হচ্ছে না। গ্ৰাম-গঞ্জেই আজ তারা সীমাবদ্ধ। বিশ্ব চড়াই দিবস-র সঙ্গে সঙ্গতি রেখে আজ গুয়াহাটি চিড়িয়াখানায় ‘স্নেহ বন্ধন' নামে এক সংস্থা শিশুদের নিয়ে চড়াই দিবস পালন করে। তাদের ছোট-ছোট ঘর বানিয়ে চড়াইদের সংরক্ষণের পরামৰ্শ দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.