Header Ads

চোলাই মদের পরে গোলাঘাটে এবার টাইফয়েডের আতঙ্ক


গুয়াহাটিঃ চোলাই মদের ট্র্যাজিডির পরে পুনরায় এক আতঙ্ক বিরাজ করছে সমগ্র গোলাঘাট শহরে। বিগত কয়েকদিন থেকে শহরের চন্দননগর , বেঙেনাখোয়া ,চাঁদমারি, তপন নগর ইত্যাদি অঞ্চলসমূহের বহু লোক আক্রান্ত হয়েছে টাইফয়েডে। এক বিশেষ  সূত্র অনুসারে ইতিমধ্যে ছোট বাচ্চা ছেলেমেয়েদের ধরে প্রায় ৩২ জন রোগী এই রোগে আক্রান্ত হয়ে গোলাঘাটের শহীদ কুশল কোয়র চিকিৎসালয় চিকিৎসাধীন হয়ে আছে ।এর উপরে প্রায় শতাধিক লোক জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ।এক্ষেত্রে প্রশাসন অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করলে এই রোগ মহামারী রূপ ধারণ করার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.