Header Ads

বিজেপির বিজয় সংকল্প ২০১৯, মহা বাইক র‍্যালি


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ ভারতীয় যুব মোর্চা অসম প্রদেশ শনিবার সমগ্র দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্ৰে বিজয় সংকল্প ২০১৯ মহা বাইক র‍্যালি আয়োজন করে। অসমের ১৪ টি লোকসভা কেন্দ্ৰের প্রতিটি বিধানসভা কেন্দ্ৰে দলের সমস্ত মন্ত্রী সাংসদ বিধায়ক রাজ্যিক অধিকারিকরা, নগর নিগমের অধ্যক্ষ উপাধ্যক্ষ ছাড়াও সকল স্তরের কৰ্মকৰ্তারা এতে যোগ দিয়েছেন। মধ্য প্রদেশ থেকে দলের সৰ্বভারতীয় সভাপতি অমিত শাহ এই বাইক র‍্যালির শুভারম্ভ করেন। গুয়াহাটির বোন্দা ময়দান থেকে দুপুর ১২ টার সময় অসমেও এই কার্যক্রমের শুভরাম্ভ হয়। অসমে এই কার্যসূচী চালু করেন যুব মোর্চার রাজ্য সভাপতি অনুপ বর্মন। তাঁর নেতৃত্বে প্রায় তিন শতাধিক যুব কৰ্মকৰ্তা র‍্যালিতে যোগ দেন। র‍্যালি দিসপুর কেন্দ্ৰের বড়বারী ভিআইপি রোড হয়ে খানাপাড়া পশু চিকিৎসালয় ময়দানে গিয়ে শেষ হয়। এদিনের বিজয় মহা সংকল্প মহা বাইক র‍্যালিতে শিলচরে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অংশ গ্রহণ করে বলেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আরও একবার বিজেপি সরকার গঠন করবে। বিজেপির অসম প্রদেশের সভাপতি রঞ্জিত কুমার দাস, বরপেটা রোড এর অনুষ্ঠিত বিজয় সংকল্প অংশগ্রহণ করে কর্মকর্তাদের সম্বোধন করে বলেন - বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের ‘সবকা সাথ সবকা বিকাশ’ নীতিতে যে ধরনের জনহিতকর কাজ করছে তার জন্য ভারতবর্ষের জনতা ২০১৯ সালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আগের থেকে আরও অধিক শক্তিশালী সরকার গঠনের পক্ষে সযোগিতা করবে। এদিনের র‍্যালিতে অসমের কেন্দ্রীয় নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং জাগিরোড থেকে, ক্ষেত্রীয় সাংগঠনিক সম্পাদক অজয় জামওয়াল জালুকবাড়ি কেন্দ্ৰ থেকে, অসম সরকারের মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য নিজের কেন্দ্ৰ পূর্ব গুয়াহাটি থেকে কেন্দ্রীয় রেল রাজ্য মন্ত্রী রাজেন গোঁহাই মরিগাঁও থেকে , রাষ্ট্রীয় সম্পাদক রমেন ডেকা রঙিয়া থেকে অংশ গ্রহণ করেন। এছাড়াও দলের সমস্ত বিধায়ক এবং নগর নিগমের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সকলেও দলে নির্ধারণ করে দেওয়া বিধানসভা কেন্দ্ৰে র‍্যালিতে যোগ দেন। দলের রাজ্যিক অধিকারিকরা, বরিষ্ঠ নেতা , কৰ্মকৰ্তা সবাই ভিন্ন কেন্দ্ৰে উপস্থিত থেকে র‍্যালিতে অংশগ্রহণ করে যুব কৰ্মকৰ্তাদের উৎসাহ দেন। দলের রাজ্যিক উপ সভাপতি ডঃ প্রদীপ ঠাকুরিয়া, বরক্ষেত্ৰীতে সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়া মঙ্গলদৈ, মৃগাঙ্ক বর্মন পশ্চিম গুয়াহাটি, পুলক গোহাই ডুমডুমা, সাংগঠনিক সাধারণ সম্পাদক ফনিন্দ্র নাথ শর্মা পশ্চিম গুয়াহাটিতে অংশ গ্রহণ করেন। অসমে এই প্ৰথম অ্যাতো বিশাল বাইক র‍্যালি অনুষ্ঠিত হল বলে উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি অনুপ বৰ্মন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.