‘ফাৰ্স্ট নিউজ রিপোৰ্ট’ এবং ‘নয়া ঠাহর’-এর মধ্যে সমঝোতা
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আগামী রবিবার অৰ্থাৎ ১০ মাৰ্চ অসমিয়া এবং বাংলা ওয়েব পোৰ্টাল ক্ৰমে ‘ফাৰ্স্ট নিউজ রিপোৰ্ট’ এবং ‘নয়া ঠাহর’-এর পক্ষ থেকে বেলতলায় ছবি আঁকো প্ৰতিযোগিতার আয়োজন করেছে। সেই উপলক্ষে মঙ্গলবার গণেশগুড়ির এক নিউজ পেপার অফিসে দুটি পোৰ্টালের প্ৰতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়। নয়া ঠাহরের সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক অমল গুপ্ত , ফাৰ্স্ট নিউজ রিপোৰ্ট’ এর সম্পাদক দীপজ্যোতি ডেকা সমেত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হালিমা বেগম, সরগমনি দেউরী, অনুপমা ডেকা, দীপাঞ্জলি ডেকা, সূৰ্য বড়ো (কনফারেন্স) প্ৰমুখ। এদিনের বৈঠকে দুটি গোষ্ঠী একত্ৰে 'F&N welfare society' শীৰ্ষক সমাজ গঠন করে। বুধবারও ফের একটি বৈঠক করে নব গঠিত সমাজের ভবিষ্যতের কাজকৰ্ম ঠিক করা হবে।








কোন মন্তব্য নেই