Header Ads

ডিমা হাসাও জেলায় আসাম রাইফেল ও পুলিশের যৌথ বাহিনীর হাতে গ্রেফতার এনএসসিএন (আইএম) জঙ্গি


বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার মাহুর থেকে নাগা বিদ্রোহী সংগঠন এনএসসিএন (আইএম)-র এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করল হাফলং স্থিত ১১ আসাম রাইফেল ও মাহুর পুলিশের যৌথ বাহিনী। ডিমা হাসাও জেলায় এনএসসিএন (আইএম) জঙ্গিরা অর্থ আদায় করছে গোপন সুত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ ১১ আসাম রাইফেল ও মাহুর পুলিশের যৌথ বাহিনী মাহুর থানার অন্তর্গত পি লেইকুল গ্রামে অভিযান চালিয়ে কাইলেনিয়াং জেমি নামের এক এনএসসিএন (আইএম) জঙ্গিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃত এনএসসিএন (আইএম) জঙ্গির বাড়ি মাহুর থানার অন্তর্গত কেপিলো গ্রামে। ধৃত জঙ্গি এন লংখাই গ্রাম থেকে দাবি করা অর্থ নিয়ে পি লেইকুল গ্রামে আসার পথে হাফলং স্থিত ১১ আসাম রাইফেল ও মাহুর পুলিশের যৌথ বাহিনী গ্রেফতার করে। ধৃত এনএসসিএন (আইএম) জঙ্গির কাছ থেকে যৌথ বাহিনী নগদ ২৮ হাজার  ৫০০ টাকা, এনএসসিএন (আইএম)-র রসিদ, মোবাইল ফোন, ওয়ালেট ও একটি ছোটছুরি উদ্ধার করেছে। এনিয়ে পুলিশ মাহুর থানায় এক মামলা দায়ের করে ধৃত জঙ্গিকে থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে হারাঙ্গাজাও থেকে ডিমা হাসাও পুলিশ ইউনাইটেড ট্রাইবেল লিবারেশন আর্মির তিন জঙ্গি সদস্যকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার রাতে এই এনএসসিএন (আইএম) জঙ্গিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য অর্জন করল আসাম রাইফেল ও মাহুর পুলিশ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.