Header Ads

আগামী ৩০ মার্চ অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  আগামী ৩০ মার্চ অসম সফরে আসছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। তিনি মরান এবং লখিমপুরে দুটি সভায় ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেল। লখিমপুরে  বদন বড়ুয়া এবং মরানে রামেশ্বর তেলির পক্ষে সভা করবেন। শিলচর প্রার্থী ডঃ রাজদীপ রায়ের সমর্থনে প্রধানমন্ত্রী আসবেন বলে জানা গেল। বিজেপি প্রার্থী নিবার্চনে বিরাট ভুল করেছে বলে দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মঙ্গলদই কেন্দ্রে রমেন্দ্র ডেকাকে বাদ দিয়ে দিলীপ শইকিয়াকে এবং গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে কুইন ওঝাকে দেওয়া হয়েছে। বিজেপি এবং আরএসএস-এর একাংশ এই প্রার্থিত্ব মেনে নিতে পারেননি। এছাড়া তেজপুর কেন্দ্রে এম পি আর পি শর্মাকে প্রার্থী না করায় বিজেপি কেন্দ্রীয় নেতারা বেজায়    চটেছে। তাঁকে বাদ দেবার জন্যে হিমান্ত বিশ্ব শর্মাকে দায়ী করছে একাংশ বিজেপি কর্মী। দলের মধ্যে ঝাঁকুনি উঠেছে। রাজ্যের প্রায় ৪০ লাখ নেপালি জনগোষ্ঠীর মানুষের ভোট বিজেপি  পাবে না। প্রায় ৩০ বছর আরএসএস করা আর পি শর্মাকে বাদ পড়ার বিষয়টিতে স্বয়ং প্রধানমন্ত্রী খারাপ পেয়েছেন। তাঁকে কি আবার তেজপুর থেকে প্রার্থী করা হবে এমন কথাও বলা হরছে। বিজেপি সভাপতি অমিত শাহ এদিন ট্যুইট করে বলেছেন উত্তরপূর্বে বিজেপিকে শক্তিশালী করার জন্য হিমান্ত কাজ করবেন। নাডার আহ্বায়ক হিসাবে তাঁর গুরু দায়িত্ব আছে। অমিত শাহ দলের সর্বভারতীয় সভাপতি তিনি কিন্তু গুজরাট এর গান্ধীনগর  থেকে দাঁড়াবেন। দেশের বিশিষ্ট বিজেপি নেতা গান্ধীনগর এর বিজেপি এম পি লাল  কৃষ্ণ আদবানি কে বিসর্জন দেওয়া হল। টিকিট পেলেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.