বিজেপির করিমগঞ্জ প্রার্থীর নামের প্রতিক্রিয়া ব্রহ্মপুত্র উপত্যকায়
নয়া ঠাহর প্রতিবেদন, নগাঁওঃ অসমের ব্রহ্মপুত্র উপত্যকার নগাঁও লোকসভা কেন্দ্রে হিন্দু বাঙালি প্রার্থী দিতে দাবি তুলেছেন বিজেপি সমর্থকেরা। কিন্তু সে গুড়ে যে বালি, তার প্রমাণ ইতিমধ্যে দিয়েছে হিন্দুত্ববাদী গেরুয়া দল ৷ স্বামী বিবেকানন্দ ও শ্যামাপ্রসাদ মুখার্জির নাম ভাঙিয়ে বাঙালি হিন্দুর ভোট আদায়ে অভ্যস্ত বিজেপি দলের তীব্র সমালোচনা করে অসম প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন পাল বলেন, সত্তর লক্ষেরও বেশি হিন্দু বাঙালি অসমে বসবাস করেন ৷ জনবিন্যাস অনুসারে বরাক উপত্যকার শিলচর লোকসভা কেন্দ্রে হিন্দু বাঙালি প্রার্থী দেওয়ার পাশাপাশি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে একজন তপশিল সম্প্রদায়ের হিন্দু বাঙালি প্রার্থি দেওয়ার পরম্পরা রয়েছে ৷ এবার তা ভেঙ্গে দেওয়া হয়েছে কৃপানাথ মাল্লাকে । ১৯৫২ সাল থেকেই এই পরম্পরা চলে আসছে, যদিও তা অমান্য করার দুঃসাহস কোনও রাজনৈতিক দল দেখায় নি ৷ বিজেপি দলের হিন্দু বাঙালি উচ্চাকাঙ্খী সমর্থকেরা নগাঁও লোকসভা কেন্দ্রে বাঙালি প্রার্থি প্রক্ষেপের দাবি উত্থাপনের সময় করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে অবাঙালি প্রার্থি দিয়েছে বিজেপি দল ৷ এই গেরুয়া দল হিন্দু বাঙালির রাজনৈতিক অধিকার খর্ব করতে উদ্যত হয়েছে ৷ আগন্তুক লোকসভা নির্বাচনে সমুচিত প্রতিত্তোর দিতে আহ্বান জানিয়েছেন চিত্তরঞ্জন পাল ৷








কোন মন্তব্য নেই