গুয়াহাটিতে নিউজ ১৮টিভি চ্যানেলের সাংবাদিককে হত্যার চক্রান্ত
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ হোলির দিনে গুয়াহাটি মহানগরে এক সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়। নিউজ১৮ টিভি চ্যানেলের সাংবাদিক চক্রপানি পরাশর গানেশগুড়ির আলবার্ট ইটস নামে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এক বিষয় নিয়ে মালিকের সঙ্গে তর্ক হয়। হটাৎ মালিক সৈয়দ আলি আহমেদ সঙ্গে তিনজন কর্মীকে নিয়ে আক্রমণ করে। সাংবাদিককে উপর্য্যুপরি ছুড়ি চালানো হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ রেস্টুরেন্টের মালিক আলি সহ ভবেশ দাস, রেস্টুরেন্টটির কৰ্মচারী নীতিন শৰ্মা এবং নীরদ আহমেদ নামে আরও একজনকে গ্রেফতার করেছে। তাদের ১৪ দিনের ন্যায়িক হেফাজতে পাঠানো হয়েছে। শুক্রবারে ধৃতদের কামরূপের সিজেএম আদালতে হাজির করা হয়। সাংবাদিককে আক্রমণের এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দল সংগঠন তথা ব্যক্তি বিশেষ। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল শুক্ৰবার ডিব্রুগড়ে বলেছেন অপরাধীদের ছেড়ে দেওয়া হবেনা। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন রেস্টুরেন্টের সাটার বন্ধ করে গ্যাস সিলিন্ডার খুলে দিয়ে সাংবাদিককে হত্যার চেষ্টা হয়েছিল। দিসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।









কোন মন্তব্য নেই