Header Ads

চিরাঙে তিন দিনের ষষ্ঠ বার্ষিক আন্তঃ বিটিএডি মহিলা ক্রীড়া সমারোহ সম্পন্ন

নয়া ঠাহর প্ৰতিবেদন, চিরাং-  চিরাঙে তিন দিনের ষষ্ঠ বার্ষিক আন্তঃ বিটিএডি মহিলা ক্রীড়া সমারোহ সোমবার শেষ হয়। তিন দিনের কার্যসূচিতে চিরাং জেলার কাজলগাঁওয়ে গত ২৩ মার্চ থেকে শুরু হয় ষষ্ঠ বার্ষিক আন্তঃ বিটিএডি মহিলা ক্রীড়া সমারোহ। চিরাং জেলা ক্রীড়া বিভাগের উদ্যোগে জেলার কাজলগাঁওয়ের প্রেমসিং ব্রহ্ম সোয়রনী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ক্রীড়া সমারোহে ২৫ বছর অনূর্ধ্ব মহিলাদের ভিতর ফুটবল, ভলিবল, দৌড়, কাবাডি এবং আর্চারী খেলা অনুষ্ঠিত হয়। এই সমারোহে বিটিএডির ৪টে জেলা থেকে প্রায় ৩০০ জন মহিলা খেলোয়ার অংশগ্রহণ করে। এই ষষ্ঠ বার্ষিক আন্তঃ বিটিএডি মহিলা ক্রীড়া সমারোহের পতাকা উত্তোলন করে ক্রীড়ার শুভারম্ভ করেন বিটিএডি ক্রীড়া বিভাগের বিশেষ কর্তব্যরত অধিকারিক যজ্ঞাবতী বসুমতারী। এই সমারোহের উদ্বোধনী অনুষ্ঠানে গত ১৭ মার্চ পাৰ্শ্ববৰ্তী দেশ চীনের হংকংয়ে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ইউথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের পদক বিজয়ী চিরাঙের শীলবাড়ির অম্বিকা নার্জারীকে সংবর্ধনা জানানো হয়। সেইসঙ্গে চিরাং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মন্ত্রী চন্দন ব্রহ্ম ৫০ হাজার টাকার চেক এবং বিটিএডি বিভাগে ৫০ হাজার টাকার চেক দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.