Header Ads

ডিফু লোকসভা আসনে সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি ও কংগ্রেস প্রার্থী

 
মিছিল করে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন হরেন সিং বে
মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বিজেপি প্রার্থী হরেন সিং বে
বিপ্লব দেব, হাফলংঃ  কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু (এসটি) লোকসভা আসনের বিজেপি প্রার্থী হরেন সিং বে সোমবার মনোনয়ন পত্র দাখিল করেন। এদিন বিকেল আড়াইটে কার্বি-আংলং জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার মুকুল কুমার শইকিয়ার হাতে মনোনয়ন পত্র জমা দেন। বিজেপি প্রার্থী হরেন সিং বে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা ও কার্বি স্বশাসিত পরিষদের সিইএম তলিরাম রংহাং সহ কার্বি-আংলং জেলা বিজেপির শীর্ষস্থানীয় নেতা ও কর্মীরা। সোমবার ডিফু বিজেপি কার্যালয় থেকে নেতা কর্মীদের নিয়ে ভেঙ্গে দেওয়া জঙ্গি সংগঠন ইউপিডিএসের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা বিজেপি শাসিত কার্বি স্বশাসিত পরিষদের অধীনে থাকা পূর্ত বিভাগের ইএম তথা বিজেপি প্রার্থী হরেন সিং বে এক মিছিল করে ডিফু জেলাশাসকের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়ে বাইরে বেড়িয়ে এসে বলেন ডিফু লোকসভা আসনে বিজেপির জয় নিশ্চিত কারন ছয়বারের কংগ্রেস সাংসদ বীরেন সিং ইংতির কাজে দুটি পাহাড়ি জেলার মানুষ মোটেই খুশি নন। তাই এবার ইভিএমে ভোটার এর যোগ্য জবাব দেবে দুটি পাহাড়ি জেলার মানুষ বলে দাবি করেন বিজেপি প্রার্থী হরেন সিং বে। অন্যদিকে, বর্তমান সাংসদ তথা বর্ষীয়ান  কংগ্রেস নেতা বীরেন সিং ইংতি সোমবার দুপুর ২ টা নাগাদ ডিফু জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার মুকুল কুমার শইকিয়ার কাছে মনোনয়ন পত্র জমা দেন। এদিন বীরেন সিং ইংতি মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন ডিমা হাসাও জেলা কংগ্রেস কমিটির সভাপতি নির্মল লাংথাসা সহ কার্বি-আংলং জেলা বিজেপির নেতৃবৃন্দ। এদিকে মঙ্গলবার নির্বাচনী প্রচারে ডিমা হাসাও জেলায় আসছেন বিজেপি প্রার্থী হরেন সিং বে মঙ্গলবার দিয়ুংমুখ  হামরী ও হাফলঙে নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.