Header Ads

কলকাতার রাস্তার ধারে অনশনে অটল এসএসসি উত্তীৰ্ণ চাকরীপ্ৰাৰ্থীরা

কলকাতাঃ ব্যাস্ত কোলকাতায় এক চিলতে মাটিতে নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে গত ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে অনশনে বসেছেন এসএসসি উত্তীৰ্ণ চাকরীপ্ৰাৰ্থীরা। উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার চাকরীপ্ৰাৰ্থীরা অনশনে যোগ দিয়েছেন। বেশ কয়েকজন তো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভৰ্তি হয়েছেন। বামফ্রন্ট চেযামান বিমান বসুও অনশন মঞ্চে এসেছিলেন । প্ৰবীণ অভিনেতা সৌমিত্ৰ চট্টোপাধায়, কবি শঙ্খ ঘোষ প্ৰমুখরা চিঠি দিয়ে অনশনকারীকের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। অনশনকারীদের পুলিশ হটিয়ে দেওয়ার চেষ্টাও করেছে। রবিবার অনশনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন  XYZ-এর কৰ্ণধার প্ৰশান্ত এস ধর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.