অসমে নির্বাচনী প্রচারে চমক আনতে রাজ্য বিজেপি দুটি গানের সিডি রিলিজ করল
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ নির্বাচনী প্রচারে চমক আনতে বিজেপি বিশেষ করে নির্বাচনের জন্য দু’টি গানের সিডি রিলিজ করল। নাম ‘আবার একবার মোদি সরকার’ এবং ‘আমি চৌকিদার’। শুক্রবার বিজেপির মহানগরের হেংরাবাড়ির কাৰ্যালয়ে সিডিগুলি রিলিজ করা হয়। দুটি সিডিতেই নিৰ্বাচন নিয়ে গান রয়েছে। বর্তমানে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে অসমেও নির্বাচন উপলক্ষে পথনাটক, গান, সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘আবার মোদি সরকার’ এর পরিকল্পনা করেছেন পবিত্র মার্ঘেরিটা এবং বাস্তব। দ্বিতীয় সিডির প্ৰযোজনায় রয়েছেন জিতুল সনোয়াল ও ববিতা শর্মা। কন্ঠ দিয়েছেন দিক্ষু, কল্পনা পাটোয়ারী ও ববিতা শর্মা। শুক্রবার বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদিক সম্মেলনে বিজেপির মিডিয়া প্যানেলিস্ট পবিত্র মার্ঘেরিটা বলেন- প্রত্যক্ষভাবে তৃণমূল পর্যায়ে জনগণের সাথে যোগাযোগের জন্য সাংস্কৃতিকভাবে জনসংযোগ স্থাপন করাটাও বিজেপির এক পরম্পরা। এই গানের ভিডিও সংস্করণ খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানান পবিত্র মার্ঘেরিটা। এদিনের অনুষ্ঠানে সংগীত জগতের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই