Header Ads

শিলচর লোকসভা নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার হিন্দিভাষী দিলীপ কুমারের

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ এবং খিলঞ্জিযা মঞ্চের সমর্থিত নির্দল প্রার্থী দিলীপ কুমার শিলচর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন।
দিলীপ কুমারের শিলচর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার খবর বরাকের চা-বাগান ও হিন্দিভাষীদের মধ্যে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল। উল্লেখ্য, অসম সরকার রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের দাবিদাওয়া গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশ্বাস পাওয়ার পর এই মনোনয়ন প্রত্যাহার করা হয়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.