Header Ads

ত্রিপুরায় সংবর্ধিত বরাকের প্রখ্যাত নাট্যশিল্পী সুবীর ভট্টাচার্য্য (মনি)

  নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দিঃ   সম্প্রতি ত্রিপুরার আগরতলা ও ধর্মনগরে সংবর্ধিত হলেন বরাকের বিশিষ্ট নাট্যশিল্পী তথা শিলচরের খ্যাতনামা নাট্যসংস্থা নবারুণের কর্ণধার সুবীর ভট্টাচার্য্য (মনি)। ধর্মনগরের প্রজন্ম চত্বর নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা তাঁকে নিরলস নাট্যচর্চা ও প্রতিভার জন্য প্রসংশা পত্র দিয়ে সম্মানিত করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.