Header Ads

মেঘালয়ে দল ছাড়লেন বিজেপি নেতা

ননী গোপাল ঘোষ, শিলং- মেঘালয়াতে বিজেপি ছেড়ে তুরা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাজ্যের প্রাক্তন  মুখ্যমন্ত্রী ডাঃ মুকূল সাংমার সমর্থনে এগিয়ে এলেন সংসাক  বিধানসভা কেন্দ্রে  গত বিধানসভা নির্বাচনে লড়া বিজেপি প্রার্থী থমাস মারাক। সংসাক কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃতীয় হয়েছিলেন থমাস মারাক। এই কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন ডাঃ মুকুল সাংমা। থমাস মারাকের সংগেই দল ছেড়েছেন সংসাক বিজেপি মণ্ডলের পদাধিকারীরাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.