Header Ads

পথের পাশে বসেই মন দিয়ে পড়াশুনো করে, লেখাপড়া করে অনেক বড় হতে চায় ছোট্ট অমন

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মানুষের জীবনে যতই কষ্ট আসুক না কেন যতই সংগ্রাম করতে লাগুক না কেন লক্ষ্য যদি স্থির থাকে তাহলে অনেক বড় বাধার মধ্য দিয়েও মানুষ তার নিজের লক্ষ্যে পৌঁছতে পারে। মালিগাঁওয়ের ছোট্ট অমনের ক্ষেত্রে হয়তো এ কথাটি খুবই প্রযোজ্য। মালিগাঁওয়ের কিড জির ছাত্র অমন খানের রাস্তার পাশে বসেই দিনের বেশিরভাগ সময়টা কাটে। সেখানেই নিজের পড়াশুনা করে, ছবি আঁকে, রং করে। থাকে মাসীর সঙ্গে। অতি দরিদ্র অমনের মাসী ফাতেমা বেগম মালিগাঁও চারালিতে ছোট্ট চায়ের দোকান দিয়ে কোনওমতে সংসার চালায়। দিন আনে দিন খায়। বাবা মার অনুপস্থিতে অমনকে খুব ভালবাসে ফাতেমা। ওর মাসীর কাছ থেকেই জানা গেল অমনের সঙ্গে ওর মা বাবার কোনও যোগাযোগ নেই। তাই শত দুঃখ কষ্টের মধ্যেও সে অমনের পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আশা অনেক বড় হবে সে। ভালো মানুষ হয়ে সমাজের জন্য কাজ করবে। তাই ফাতেমা অমনকে ইংরেজি স্কুলে ভর্তি করিয়েছে। দোকান চালিয়ে সে অমনের দেখা শুনা করে। ছোট্ট ছেলেটা সারাদিন পথের পাশে বসেই বই পড়ে ছবি এঁকে রাতে বাড়ি যায়। এভাবেই চলছে অসমবয়সী দুটি জীবন সংগ্রাম।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.