Header Ads

সমগ্র গুয়াহাটিতে ১১৯৫টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰ হবে

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ আসন্ন লোকসভা নির্বাচন যতই কাছে এগিয়ে আসছে মানুষের মনে ততই বাড়ছে উৎসাহ। চারদিকে শুরু হয়েছে জল্পনা কল্পনা। নির্বাচন নিয়ে জনগণের মনে কৌতূহলের শেষ নেই। লোকসভা নির্বাচন ২০১৯য়ে সমগ্র গুয়াহাটির ৫২৫টি জায়গায় মোট ১১৯৫টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰ তৈরি করা হবে। এদের মধ্যে ১০টি পোলিং স্টেশন মেয়েদের জন্য রাখা হবে। এ কথা এক সাংবাদিক সম্মলনে জানিয়েছেন কামরূপ মেট্রোর জেলা শাসক বিশ্বজিৎ পেগু। নির্বাচনী প্ৰক্ৰিয়ার কাজে ৫৬০০ জন অধিকারিককে কাজে লাগানো হবে। এই নির্বাচনের জন্য সুরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। সমস্ত পোলিং স্টেশনগুলোতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। একটি টোল ফ্রি নম্বর (১৯৫০ ও ১৮০০৩৫৪৩৫২০) দ্বারা যে কোনও ব্যক্তি নির্বাচন সংক্ৰান্ত অভিযোগ জানাতে পারবেন। উল্লেখ্য, চারটে কেন্দ্ৰের ৫৪টি পোলিং স্টেশনকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে যদিও তবে আগামী দিনে এর সংখ্যা বাড়তে অথবা কমতেও পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.