Header Ads

গুয়াহাটির মালিগাঁওয়ে চিতার হানায় আহত দম্পত্তি, হাসপাতালে চিকিৎসাধীন

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহানগরের আদিঙগিরির শঙ্কারদেব নগরে বাঘের হামলায় আহত হলেন স্থানীয় এক সম্পতি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দীপক হুজুরী ও কমলা হুজুরী নামের ওই দম্পতি। গত শুক্রবার গভীর রাতে ঘরের ভিতর ঢুকে বাঘটি আক্রমণ করে এই দাম্পত্তিকে। চিৎকার শুনে আশেপাশের লোকেরা দৌড়ে আসেন। বাঘটিকে ঘরের ভিতর আটকে এই দাম্পত্তিকে উদ্ধার করে স্থানীয় লোকেরা। সঙ্কটজনক অবস্থায় এই দাম্পত্তিকে সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আইসিউতে তাঁদের চিকিৎসা চলছে। দীপক একজন কৃষি বিভাগের কর্মী। স্থানীয় লোকেরা বনবিভাগের লোকদের দেন। ঘটনাস্থলে দেরী করে পৌঁছয় জালুকবারী পুলিশ। পরে শনিবার বনবিভাগের লোকেরা এসে বাঘটিকে প্রথমে ট্রাঙ্কুলাইজ করে। তারপর সেটিকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি রাজ্যিক চিড়িয়াখানায়। এরআগেও আদিঙগিরির জনবসতি এলাকায় বহুবার বাঘ এসে ঢুকে পড়েছে। ওই এলাকায় পাহাড়ে আশেপাশে চিতাবাঘ রয়েছে। তাই বাঘের আতঙ্কে বর্তমানে আতঙ্কিত এলাকাবাসী। ক্রমশ বন জঙ্গল ধ্বংস করে ফেলার ফলে বাঘেরা লোকালয়ে এসে পরছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.