Header Ads

কাছাড়ে বিজেপির পঞ্চায়েত সভাপতি খুন

শিলচরঃ লোকসভা নিৰ্বাচনে এখনও প্ৰাৰ্থীদের চূড়ান্ত তালিকা প্ৰকাশ পায় নি। এর মধ্যেই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। আজ কাছাড়ে বিজেপির এক পঞ্চায়েত সভাপতি খুন হলেন। অপর একজন আহত হলেন। শিবুল দাস নামে গ্ৰাম পঞ্চায়েত সভাপতি খুন হলেন, তার সঙ্গী রিঙ্কু সেনাপতি নামে একজন আহত হন। বিজেপি নেতা কবীন্দ পুরকায়স্থ, বিধায়ক দীলিপ পাল, কৌশিক রাই প্ৰমুখ ঘটনাস্থলে ছুটে যান। এই হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.