Header Ads

আসাম বিশ্ববিদ্যালয় গবেষক সংস্থার অনির্দিষ্টকালীন আন্দোলন

শিলচর, নিজস্ব সংবাদদাতাঃমঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন আন্দোলনে নামছে আসাম বিশ্ববিদ্যালয় গবেষক সংস্থা, এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চরমপত্র দিয়ে ও টলানো যায়নি কর্তৃপক্ষকে তাই আন্দোলন ছাড়া আর কোন ও পথ খোলা নেই বলে জানিয়েছেন সংস্থার সভাপতি মিলন দাস। মঙ্গলবার থেকে তাঁরা প্রশাসনিক ভবন সহ পরীক্ষা ভবনের সামনে অবরোধ গড়ে তোলা হবে। ২০১৭-২০১৮/২০১৮-২০১৯ সালের নন নেট ফেলোশিপ এখনও দেওয়া হয়নি। এ নিয়ে বার কয়েক কর্তৃপক্ষের কাছে দাবী জানালে প্রতিবারেই শুধু গালভরা প্রতিশ্রুতি মিলছে কানাকড়িও পাননি গবেষকরা। গত ১৩ ফেব্রুয়ারি উপাচার্যের কাছে বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চরমসীমা বেঁধে দেওয়া হয়েছিল । তাই কোনো আলোচনা নয় এবার সরাসরি আন্দোলনে নামছে গবেষকরা। উল্লেখ্য, দাবিদাওয়ার মধ্যে শুধু নন-নেট ফেলোশিপই নয়, মাইক্রোলোজী বিভাগ থেকে স্কুল ওফ টেকনোলজি পর্যন্ত বেহাল সড়ক সংস্কার , একাডেমিক কাউন্সিলে গবেষক প্রতিনিধি নিয়োগ সহ স্কলারদের ভর্তি সংক্রান্ত সমস্যা সমাধানের ও দাবী জানানো হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.