উমরাংশু বাজার থেকে মহিলা সহ দুই প্রতারককে আটক করল স্থানীয় বাসিন্দারা
বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার শিল্প নগরী হিসেবে পরিচিত উমরাংশু বাজার থেকে সোমবার দুই প্রতারককে আটক করল স্থানীয় জনতা। এদের মধ্যে রয়েছেন একজন মহিলা। দীর্ঘদিন থেকে সুমন পাল নামের এক যুবক ও সুশীলা থাওসেন নামের মহিলা উমরাংশু বাজারের কিছু ব্যবসায়ীর কাছ টাকা তুলছিল বলে অভিযোগ। জানা গেছে ওই দুই প্রতারক টাকা তুলে কিছুদিন পর ওই টাকার দ্বিগুন টাকা আবার ব্যবসায়ীদের ফিরিয়ে দেবে এই লোভ দেখিয়ে বহুদিন থেকে ওই দুই প্রতারক এভাবে বেশ কয়েকজন থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু যাদের কাছ থেকে ওই মহিলা ও যুবক টাকা নিয়েছিলেন তাদের টাকা আজ পর্যন্ত এরা ফিরিয়ে দেন নি। শুধু উমরাংশু নয় অভিযোগ রয়েছে এভাবে প্রতারণার জাল বিছিয়ে নগাঁও থেকে এভাবে অনেকের কাছ থেকে টাকা নিয়ে জালিয়াতি করেছেন ওই দুই প্রতারক। সোমবার দুপুরে উমরাংশু বাজারে স্থানীয় জনতা ওই দুই প্রতারককে দেখতে পেয়ে আটক করে উমরাংশু পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে স্থানীয় জনতা ওই দুই প্রতারককে আটক করে উমরাংশু তুলারাম ক্লাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মহিলা প্রতারক নিজের পরিচয়ে বলেন তার নাম সুশীলা থাওসেন এবং যুবকটি নিজেকে সুমন পাল বলে পরিচয় দেয়। তবে জনতার হাতে আটক যুবকটির কাছ থেকে যে প্যানকার্ড পাওয়া যায় এতে তার বাবার নাম রয়েছে দিলীপ পাল। জনতার হাতে আটক যুবকটি জিজ্ঞাসাবাদে জানায় তার বাড়ি ডিমা হাসাও জেলার লাংটিং বেঙ্গল ফিল্ডে। এবং সে আগে নায়ক নির্মাণ সংস্থার গাড়ী চালক ছিল বহুদিন থেকে পরিবারের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। সে আগে একটি খুনের মামলায় জেলও খেটেছে। সে জানায় ওই মহিলাই তাকে জেল থেকে জামিনে মুক্ত করে তারপর থেকে ওই মহিলার সঙ্গে থেকেই এভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দুজনে মিলে জালিয়াতি করে আসছে বলে স্বীকার করে নেয়। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ ওই মহিলা নিজেকে সুশীলা থাওসেন বলে পরিচয় দিলে এই নামটি তার আসল নাম নয়। অবশেষে স্থানীয় জনতা সুমন পাল ও সুশীলা থাওসেন নামের দুই প্রতারককে উমারাংশু পুলিশের হাতে সমঝে দেন। বর্তমানে দুজনকে উমরাংশু থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।









কোন মন্তব্য নেই