Header Ads

সেনা জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি নয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ পুলওয়াম কাণ্ড এবং তার পরবৰ্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্ৰ সরকারের দিকে আঙুল তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্ৰশ্ন তোলেন- ভারতীয় বিমানহানায় বালাকোটে ঠিক ক’জনের মৃত্যু হয়েছে, বোমা কি ঠিক জায়গায় পড়েছিল? গত পাঁচ বছরে পঠানকোট বা উরিতে জঙ্গি হামলার পরে এই রকম পদক্ষেপ কেন করেনি ভারত সরকার? প্রশ্ন তুলেছেন মমতা। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতা ফিরে এসে তিনি বলেন - জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতিই আমরা কেউ পছন্দ করি না। এদিন তিনি নবান্নে ভারতের বিমানহানায় পাকিস্তানে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে দাবি করেছেন। সংবাদমাধ্যমে ৩০০জন, ৩৫০ জন, ৪০০ জন, এমন নানা সংখ্যা ঘোরাফেরা করছে বলে তিনি মন্তব্য করেন। টেলিভিশন চ্যানেলগুলিকে ‘একতরফা’ তথ্য ‘খাওয়ানো’ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর নিশানা যে ভারতীয় সেনাবাহিনী নয় সে কথা তিনি বার বার স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন- ‘আমরা সবসময় বাহিনীর পাশে রয়েছি, কিন্তু বাহিনীকে স্বাধীনভাবে নিজেদের কথা বলতে দেওয়া হোক।’ বিজেপিকে নিশানা করে তাঁর বক্তব্য, নিৰ্বাচনের ঠিক আগেই কেন পুলওয়ামা হামলাটা হল। প্ৰশ্ন তোলেন তিনি। হামলার আগাম খবর গোয়েন্দার সূত্ৰে পাওয়া সত্ত্বেও কেন সেনা জওয়ানদের নিরাপত্তা সুনিশ্চিত করা হল না, প্ৰশ্ন তোলেন তিনি। গত ৫ বছরে পাঠানকোট, উরির মতো ঘটনা ঘটেছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ হয়নি। মমতার প্ৰশ্ন, নিৰ্বাচন সামনে বলেই কি এত বড় পদক্ষেপ। তাঁর কথায় দেশের স্বাৰ্থে যুদ্ধ হলে আপত্তি নেই। তবে নিৰ্বাচনে জেতার জন্য যদি জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি হয় তা কখনই গ্ৰহণযোগ্য নয় সেকথা তিনি ঠারেঠোরে বুঝিয়ে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.