Header Ads

চা বাগনের শ্ৰমিকদের বিনা পয়সায় চাল দেওয়ার পর ১ টাকা কেজি মূল্যে অন্ন যোজনার শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্ৰী

৫৭ লক্ষেরও বেশি পরিবারকে ১ টাকা মূল্যে চাল দেওয়া হবে, ফলে 2,৪৮,৮৯,১৮২ জন হিতাধীকারী উপকৃত হবে


অমল গুপ্তঃ গুয়াহাটি, 
রাষ্ট্ৰীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এতদিন রাজ্যের দারিদ্ৰপ্ৰীড়িত মানুষদের ৩ টাকা কেজি মূল্যের চাল বণ্টন করা হত। এবার সেই চাল মাত্ৰ ১ টাকা কেজি দরে বণ্টন করা হবে। রাজ্যের ৫৭ লক্ষেরও বেশি পরিবারকে ১ টাকা মূল্যে চাল দেওয়া হবে, তার ফলে 2,৪৮,৮৯,১৮২ জন হিতাধীকারী উপকৃত হবে। ইতিমধ্যে রাজ্যের ৪ লক্ষাধিক চা শ্ৰমিককে বিনা পয়সায় চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্ৰেক্ষাগৃহে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এবং অৰ্থ ও স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা রাষ্ট্ৰীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী সুলভ পুষ্টি এবং অন্ন যোজনার শুভারম্ভ করেন। এই যোজনার সূচনা করে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বলেন, বৰ্তমান সরকার সংকীৰ্ণ মানসিকতা, দলীয় দৃষ্টিভঙ্গী এবং বৈষম্যমূলক মনোভাব নিয়ে কোনও কল্যাণমূলক কৰ্মসূচী গ্ৰহণ করে নি। ‘সব কা সাথ, সব কা বিকাশ'এর লক্ষ্য পূরণে অন্ন, বস্ত্ৰ, বাসস্থানের সুনিশ্চিত করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা এবং মৰ্যাদা বৃদ্ধির প্ৰয়াসকে অব্যাহত রেখেছে। এই বিকাশের লক্ষ্যে মহিলাদেরকেও সামিল করা হয়েছে। মহিলাদের আৰ্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন কৰ্মসূচীও গ্ৰহণ করেছে সরকার। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির পথকে অনুসরণ করে রাজ্য সরকারও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের জনমুখী কৰ্মসূচীকে সফল করতে মুখ্যমন্ত্ৰী আম জনতার সহযোগিতা কামনা করেছেন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল মহিলাদের প্ৰতি শ্ৰদ্ধা প্ৰকাশ করে বলেন, মহান মনিষী এবং বীর বীরঙ্গনার বাণীতে অনুপ্ৰাণিত হয়ে নব প্ৰজন্মকে উৎসাহ দিতে হবে। অতীতের শক্তিশালী ইতিহাসের ভিত্তির ওপর বৰ্তমান এবং ভবিষ্যৎ নিৰ্মাণ করতে হবে। মুখ্যমন্ত্ৰী তার ভাষণে কেন্দ্ৰ এবং রাজ্য সরকারের দিব্যাংগ, সৌভাগ্য, জনধন এবং, তৈলক্ষেত্ৰে কেন্দ্ৰীয় সরকারের কোটি কোটি টাকা বিনিয়োগ প্ৰভৃতি নিয়ে আলোকপাত করেন। পুৰ্ত ও স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বলেন, এক টাকা কেজি দরে অন্ন যোজনা ছাড়াও সুলভ পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য প্ৰভৃতি ক্ষেত্ৰে দারিদ্ৰ মানুষের সেবায় বিভিন্ন কৰ্মসূচী গ্ৰহণ করেছে। দারিদ্ৰপীড়িত বিবাহযোগ্য কন্যাসন্তাদের স্বৰ্ণালঙ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী আইন উপদেষ্টা শান্তনু ভরালী, সংখ্যালঘু উন্নয়নের অধ্যক্ষ মমিনুল আওয়াল, খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের সচিব মনীন্দর সিং সহ বিশিষ্ট ব্যক্তিবৰ্গরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল ৬ জন হিতাধীকারিকে ১ কেজি করে চালের প্ৰতীকী বিতরণ করে অন্ন যোজনা শুভারম্ভ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.