Header Ads

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী কমিটিকে অনুমোদন জানালেন রাজ্যপাল

বিপ্লব দেব, হাফলংঃ দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যবাহী কমিটিকে অনুমোদন জানালেন অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি। বৃহস্পতিবার অসমের রাজ্যপাল পরিষদের ১০ জনের কার্যনির্বাহী কমিটিকে অনুমোদন জানান। অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির নির্দেশ মর্মে রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের আয়ুক্ত সচিব আনোয়ার উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। ১০ জনের যে কার্যনির্বাহী সদস্যের তালিকাতে রাজ্যপাল অনুমোদন জানিয়েছেন এই তালিকায় রয়েছেন নিপোলাল হোজাই, দেবজিৎ বাটারি, আমেন্দু হোজাই, বিশ্বজিৎ দাওলাগাপু, গলঞ্জ থাওসেন, নন্দিতা গার্লোসা, স্যামুয়েল চাংসন, লালরেমসিয়াম ডারনে, পাউদামিং নৃয়ামে ও নম্রথাং মার। উল্লেখ্,য পার্বত্য পরিষদে অধক্ষ্য ও সিইএম নিয়ে ১৪ জনের কার্যনির্বাহী কমিটির মধ্যে অধক্ষ্য  ও সিইএম নিয়ে ১২ জন ইএম-র জায়গায় প্রথমে ১০ জন ইএম নিযুক্তি দেওয়া হয়। বাকি ২ জন ইএমের জন্য পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে পার্বত্য পরিষদ সুত্রে জানা গিয়েছে। বর্তমানে দেবোলাল গার্লোসার নেতৃত্বে ১২ জনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে সিইএম দেবোলাল গার্লোসা ইএমদের মধ্যে দপ্তর বন্টন করবেন বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.