Header Ads

আই আর সি টি সি-র ভারত দৰ্শনের কথা জানালেন দেবাশীষ চন্দ্ৰ

গুয়াহাটিঃ ভারতীয় রেলওয়ের অধীন আই আর সি টি সি লিমিটেড (পূৰ্ব জোন) রেল যাত্ৰী সাধারণের সুবিধাৰ্থে ভারত সফরের কৰ্মসূচী হাতে নিয়েছে। আৰ্থিকভাবে স্বচ্ছলতা না থাকা মানুষগুলোকেও আই আর সি টি সি-র মাধ্যমে দেশের বিভিন্ন ধৰ্মীয় স্থান ছাড়াও নানা পৰ্যটন ক্ষেত্ৰ কম অৰ্থে ভ্ৰমণের সুযোগ দেবে। শুধু রেলই নয় বিমান যোগে বিভিন্ন দেশ-বিদেশ সফরেরও সুযোগ করে দেবে। আজ গুয়াহাটি ‘ফুড প্লাজা'তে এক সাংবাদিক সম্মেলনে আই আর সি টি সি লিমিটেডের গ্ৰুপ জেনারেল ম্যানেজার দেবাশীষ চন্দ্ৰ এই পৰ্যটনের সুযোগের কথা জানিয়ে বলেন, ‘ভারত দৰ্শন' নামে এই পৰ্যটন ব্যবস্থার মাধ্যমে যে কেউ সুযোগ নিতে পারে। তিনি বলেন, গুয়াহাটি থেকেই এই ভারত দৰ্শনের প্ৰথম পৰ্যায়ে ভালো সাড়া পাওয়া গেছে। আগামী ২০ ফেব্ৰুয়ারি থেকে দক্ষিণ ভারতের ধৰ্মীয় স্থান তিরুপতি, কন্যাকুমারী, রামেশ্বরম, পুরী, মাদুরা প্ৰভৃতি জায়গায় নিয়ে যাওয়া হবে, ১৪ রাত ১৫ দিনের সফরে, মাথা পিছু ব্যয় হবে ১৪ হাজার ১৭৫ টাকা। যাত্ৰী সাধারণের জন্য চিকিৎসা, বীমা সহ সব ধরণের সুযোগ সুবিধা থাকবে, নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে। আগামী ৬ মাৰ্চ' এই সফর শেষ হবে। পরবৰ্তীতে ১৯ মাৰ্চ' থেকে ৭ রাত ৮ দিন মথুরা-বৃন্দাবন, আগ্ৰা প্ৰভৃতি জায়গা দৰ্শন করানো হবে। ২৭ মাৰ্চ শেষ হবে। ব্যয় হবে মাথা পিছু ৭ হাজার ৫৬০ টকা করে। গ্ৰুপ জেনারেল ম্যানেজার দেবাশীষ চন্দ্ৰ জানান, এছাড়াও আন্তজাতিক বিমানে থাইল্যাণ্ড, ব্যাঙ্কক, ভূটান, ইউরিপিয়ান দেশ ভ্ৰমণেরও ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়ভাবে শিলং, চেরাপুঞ্জি, কাজিরঙ্গা, দাৰ্জিলিং, মানস প্ৰভৃতি জায়গাও দৰ্শনের ব্যবস্থা করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.