Header Ads

নিৰ্বাচনের আগে চা বাগানের শ্ৰমিকদের খুশি করল সরকার



চা জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্ৰজন্মকে সুরক্ষিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেঃ মুখ্যমন্ত্ৰী
১ মাৰ্চ' থেকে চা শ্ৰমিকদের বিনামূল্যে চাল এবং মে'-জুন মাস থেকে বিনামূল্যে চিনি দেওয়া হবেঃ হিমন্ত


গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী ‘জন-ধন যোজনা'র অধীন অসমের চা বাগানের ৭ লক্ষ ৫০ হাজার চা শ্ৰমিকের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে দ্বিতীয় কিস্তি হিসাবে ২৫০০ টাকা করে জমা দেওয়া হল। আজ সরুসোজাই ক্ৰীড়া প্ৰকল্পে আয়োজিত চা শ্ৰমিকদের সমাবেশে চা শ্ৰমিকদের ধন মেলা এবং হিতাধীকারিদের স্কলারশিপের অৰ্থ  বণ্টন করে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বলেন, এর আগে ২০১৮ সালের জানুয়ারি মাসের ২৬ টি জেলার ৭৫২ টি চা বাগানের ৭ লক্ষেরও বেশি শ্ৰমিকদের অ্যাকাউণ্টে ২৫০০ টাকা করেও জমা দেওয়া হয়েছিল। আজ সরপসজায়ে ক্ৰীড়া প্ৰকল্পে আয়োজিত চা শ্ৰমিকদের সমাবেশে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল চা বাগিচার শ্ৰমিকদের দ্বিতীয় কিস্তির অৰ্থ প্ৰদানের সূচনা করে বলেন, রাজ্যের প্ৰতিটি জনগোষ্ঠীর সাৰ্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। চা জনগোষ্ঠীর শ্ৰমিকদের স্বাৰ্থে সরকার বিভিন্ন কৰ্মসূচী গ্ৰহণ করেছে। চা জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্ৰজন্মকে সুরক্ষিত করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসম চা জনজাতি কল্যাণ বিভাগ এবং অৰ্থ বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় মুখ্যমন্ত্ৰী চা বাগিচার সরদারদের স্মাৰ্ট ফোন বিতরণ করেন। এই কৰ্মসূচীর ফলে ১১ হাজার ৮৫৮ জন বাগিচার সরদার এই সুযোগ পাবেন। এ ছাড়াও চা বাগিচার ৫৭৫ টি মহিলা আত্ম সহায়ক গোষ্ঠীগুলিকে ২৫ হাজার টাকা করে এককালীন অনুদান। চা জনগোষ্ঠীর ১৪২জন  শিক্ষিত বেকার যুবক-যুবতীকে স্বনিৰ্ভরশীল হওয়ার জন্য চার চাকার বাহন বিতরণ, চা জনগোষ্ঠীর মাধ্যমিক পরীক্ষায় উতীৰ্ণ ১০৮ ছাত্ৰীদের স্কুটার, ৫২৯২ গরাকী প্ৰাক প্ৰবেশিকা ছাত্ৰ-ছাত্ৰীদের জলপানী প্ৰদান, প্ৰবেশিকোত্তর ৯৪৫৩জনকে, এবং উচ্চ শিক্ষার জন্য ১২০৯জনকে আৰ্থিক সাহায্য, এ এন এময জি এন এম এবং কারিগরী পাঠ্যক্ৰমের জন্য আৰ্থিক সাহায্য, স্বাস্থ্য এবং জনকল্যাণ বিভাগের সহযোগে ২০০ জন ছাত্ৰীকে জি এন এম পাঠ্যক্ৰমে নামভৰ্তির সুযোগ করে দেওয়া হবে। অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আজকের দিনটিকে ঐতিহাসিক দিন  বলে মন্তব্য করে বলেন, বৃটিশের দিন থেকে চা জনগোষ্ঠীকে শোষণ-নিষ্পেষণের বলি হতে হচ্ছে। হিমন্ত বলেন, বিমুদ্ৰাকরণের পর রাজ্যের ৭ লক্ষ ৫০ হাজার চা শ্ৰমিকদের অ্যাকাউণ্টে জন-ধন যোজনা অনুযায়ী ২৫০০ টাকা করে জমা দেওয়া হয়েছে। ৫০০ চা বাগানের  পথ ঘাট, পেভাৰ্স ব্লক বসানোর জন্য প্ৰতিটি চা বাগানকে ১ কোটি টাকা করে প্ৰদান করা হবে। চা বাগানের গৰ্ভবতী মায়েদের পুষ্টির জন্য বছরে ১২ হাজার টাকা, প্ৰাথমিক বিদ্যালয়ের ছাত্ৰ-ছাত্ৰীদের দুই জোরা ইউনিফৰ্ম, সকালে এবং বিকালে খাদ্যের ব্যবস্থা, এবং ১ মাৰ্চ' থেকে চা শ্ৰমিকদের বিনামূল্যে চাল এবং মে'-জুন মাস থেকে ২ কেজি করে বিনামূল্যে চিনি দেওয়া হবে।চা বাগানের ১০ হাজার যুবক-যুবতীদের আত্ম নিৰ্ভরশীল হওয়ার জন্য ২৫ হাজার টাকা করে অনুদান, মেট্ৰিক পরীক্ষার অধ্যয়ন অব্যাহত রাখার জন্য ছাত্ৰ-ছাত্ৰীদের ১০ হাজার টাকা, হোষ্টেলে থাকলে অতিরিক্ত ৭ হাজার টাকা, আগামী বছর থেকে ৫০০ ছাত্ৰীকে এ এন এমযজি এন এম শিক্ষা গ্ৰহণের সুবিধা, চা শ্ৰমিকরে ঘর সংস্কারের জন্য ১ লক্ষ টাকা, চা বাগানের হাসপাতালগুলিতে বিনা পয়সায় ঔষুধ সরবরাহ প্ৰভৃতি অৰ্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়। শ্ৰম এবং চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্ৰী পল্লব লোচন দাস বলেন, চা শ্ৰমিকদের আত্ম সম্মান এবং আৰ্থ সামাজিক অবস্থার উন্নতি কল্পে বিভিন্ন ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। অৰ্থ এবং স্বাস্থ্য বিভাগের প্ৰধান সচিব সমীর কুমার সিনহা, সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা, সাংসদ রামেশ্বর তেলী, বিধায়ক বলীন চেতিয়া, তেরস গোয়ালা, চক্ৰধর গগৈ, বিমল বরা, ঋতুপৰ্ণা বরুয়া, সঞ্জয় কিষাণ, যোগেন মোহন, অতিরিক্ত মুখ্য সচিব রাজীব বরা, জিষ্ণু বরুয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.