মোমবাতি প্ৰজ্জ্বোলন করে শহিদদের শ্ৰদ্ধা জানালেন লামডিংবাসী
স্বপন দাস, লামডিং-
কাশ্মীরে পুলওয়ামা জেলার অবন্তিপুরায় গত কাল পাক মদতপুষ্ট জঙ্গির আত্মঘাতী হামলায় ৪০জনেরও বেশি সেনা হত্যায় সমগ্র দেশ শোকের ছায়ায় রয়েছে। এই নারকীয় হত্যার সমুচিত জবাবের দাবী এবং শহিদ জওয়ানদের আত্মার শন্তি কামনায় শুক্ৰবার সন্ধায় লামডিংয়ে বিভিন্ন সংস্হা শোক পালন করেন। স্থানীয় লিটিল স্টার একাডেমিতে শহিদ জওয়ান দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন অধ্যক্ষা সমেত অন্যান্নরা। স্থানীয় নেতাজী রোডের ব্যবসায়ীরা এক শোক সভার আয়োজন করে মৃত জোয়ানদের আত্মার শান্তি কামনা করেন। ঘটনার উচিত জবাবের দাবী জানান সভায় বিধায়ক শিবুমশ্র সমেত অন্চলের সব ব্যাবসায়ীরা। স্থানীয় বৌদ্ধ মন্দির এলাকায় শ্রীমতী বন্দনা লোধ এর নেতৃত্বে মহিলা সমিতি এদিন সন্ধায় মোমবাতি নিয়ে এক মিছিল বের করেন। এই বৰ্বরোচিত ঘটনার প্রতিবাদ জানিয়ে শহিদদের প্রতি শ্রোদ্ধা জ্ঞাপন করেন। স্থানীয় মজদুর ইউনিয়ন কাৰ্যালয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এম্লোইজ ইউনিয়ন কার্যালয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়
কোন মন্তব্য নেই