Header Ads

নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষেই সওয়াল করলেন অমিত শাহ

নয়া ঠাহর প্ৰতিবেদন,গুয়াহাটিঃ এই সেদিন মাত্ৰ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে রাজ্যজুড়ে যেভাবে প্ৰতিবাদ আন্দোলন হয়েছিল সারা রাজ্যে এক বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কয়েকদিন বাদে রাজ্যসভায় বিলটি স্বাভাবিক মৃত্যু হবার পর রবিবার উজান অসমের লখিমপুরে বিজেপির সৰ্বভারতীয় সভাপতি অমিত শাহ সেই বিলকেই সমৰ্থন করে ঠারেঠোরে জানিয়ে দিলেন- বিজেপি ক্ষমতায় এলেই বিলটি পুনরায় সংসদে পাস করানো হবে। প্ৰায় এক লক্ষাধিক বিজেপির যুব সমাবেশে বিলকে সমৰ্থন করে এদিন অমিত শাহ বলেন- এই বিল শুধু অসমের জন্য নয়, গুজরাট রাজস্থান সহ সারা ভারতের জন্য এই বিল। অসমে এই বিল যদি পাস না হয় অসমের ভবিষ্যৎ অন্ধকার। অসমের জনবিন্যাস পাল্টে গেছে। অসম দ্বিতীয় কাশ্মীরে পরিণত হবে। অসমের ভাষা সংস্কৃতি সব ধ্বংস হয়ে যাবে। গত অগপ-সরকার ১০ বছর ছিল, কংগ্ৰেস ছিল ২০ বছর, সেই ৩০ বছরেও অসম চুক্তির ৬ নম্বর ধারা কার্যকরী করেনি। বিজেপি ক্ষমতায় এসেই অসমিয়া মানুষের স্বাভিমান রক্ষার জন্যে কাজ শুরু করেছে। এদিন তিনি চা বাগানের শ্ৰমিকদের কথা উল্লেখ করেন। তাদের উন্নয়নের কথা ও জানান। সমাবেশে বীর শহিদ মনেশ্বর বসুমতারির প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে পুলওয়ামায় নিহত বীর শহিদের স্মরণ করে বলেন তাদের আত্মত্যাগকে বিফল হতে দেব না। ভুপেন হাজরিকাকে ভারত রত্ন সম্মান প্ৰদানকে কেন্দ্ৰ করে যে বিতৰ্কের শুরু হয়েছে সে সম্পৰ্কে বলেন- বিজেপি সরকারই লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈকে ভারত রত্ন দিয়েছিল। সেই বিজেপি সরকারই ভুপেন হাজরিকাকে মরনোত্মর ভারত রত্ন প্ৰদান করল। তা নিয়ে ষড়যন্ত্ৰ শুরু হয়েছে। এই সভায় মুখ্যমন্ত্ৰী আন্দোলনকারীদের নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে জোড়ালো সওয়াল করে বলেন অসমের জাতি মাটি ভেটি রক্ষায় সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল হিমন্ত বিশ্ব শৰ্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন- রাজ্যের মানুষ সৰ্বানন্দ, হিমন্তের পাশে আছেন। তিনি বলেন- আগামী লোকসভা নিৰ্বাচনে ১০ থেকে ১২টি আসন পাবে বিজেপি। হিমন্ত বিশ্ব শৰ্মা বলেন- অসমবাসীকে এই বিলটি সমৰ্থন করতেই হবে নতুবা অসম হাতছাড়া হয়ে যাবে। যত বাধাই আসুক বিজেপি সরকার হিন্দুদের পক্ষেই কথা বলবে। এদিনের সভায় বিজেপি সভাপতি রঞ্জিত দাস সহ বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.