Header Ads

কলকাতায় গ্ৰেফতার অসমের দুৰ্ধৰ্ষ জঙ্গি

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতা/গুয়াহাটিঃ উগ্ৰপন্থী মৌলবাদী সংগঠন জামাতুর মুজাহিদিন এক কট্টোরপন্থি ক্যাডারকে কলকাতা পুলিশ শনিবার কলাকাতার বাবুপাড়া এলাকা থেকে গ্ৰেফতার করে। আরিফুল ইসলাম নামে এই ক্যাডার বৰ্ধমান বুদ্ধ গয়ায় বিষ্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন। ব্যাঙ্গালুরুতে এক ডাকাতি কাণ্ডের সঙ্গেও জড়িত ছিল। অসমের বরপেটায় তার বাড়ি। হাউলিতে তার শিক্ষা। রাজ্যের পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া বলেছেন- অসমে মৌলবাদী ক্ৰমশ মাথাচারা দিচ্ছে। এ ব্যাপারে রাজ্যের প্ৰতিটি জেলা পুলিশ সুপারকে সতৰ্ক করে দেওয়া হয়েছে। প্ৰসঙ্গত, এর আগেও জেএমবি-র ৩জন ক্যাডার গ্ৰেফতার হয়েছিল। পুলিশ সূত্ৰে এ খবর প্ৰকাশ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.