Header Ads

পুলওয়ামা কাণ্ডের মূল পাণ্ডা কামরান নিহত, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে হত ৪ সেনাও



নয়া ঠাহর প্ৰতিবেদন, শ্ৰীনগরঃ কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার জের কাটতে না কাটতে ফের সংঘর্ষ । সংঘৰ্ষে হত পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড কামরান। বিস্ফোরণে ধ্বংস করা হয়েছে  তাদের ঘাঁটিও। মৃত্যু হয়েছে অপর দুই জইশ-ই-মহম্মদের। তবে সংঘৰ্ষে সেনার মৃত্যু ঠেকানো যায়নি। সংঘৰ্ষে মৃত্যু হয়েছে ৪ সেনা জওয়ানেরও। নিহত সেনাদের নাম ক্ৰমে মেজর ডি এস দোন্ডিয়াল, হেড কনস্টেবল সেভ রাম, অজয় কুমার ও হরি সিং।
রবিবার গভীর রাতে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা বাহিনী। পুলওয়ামায় পিংলান গ্রামে একটি বাড়িতে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে সেনা বাহিনী। রবিবার গভীর রাত থেকেই শুরু হয় সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনার গুলির লড়াই । সোমবার সকাল ৯ টা অবধি  সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলে। এই লড়াইয়ে প্রাণ হারান এক সাধারণ নাগরিক। গুরুতর আহত এক স্থানীয় বাসিন্দা-সহ আরও কয়েক জন জওয়ান। তল্লাশি অভিযান চলাকালীনই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে সেনাবাহিনীর উপরে। সংঘৰ্ষে নিহত কামরানই অবন্তীপোরায় সেনা কনভয়ে আইইডি হামলার মূল পাণ্ডা বলে নিশ্চিত করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার পুলওয়ামা হামলার পরই প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী হুঁশিয়ারি দিয়েছিলেন- এর প্রত্যুত্তর দেবেই ভারত। সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কোথায়, কখন, কীভাবে প্রত্যাঘাত করা হবে এমনটাই বলেছিলেন তিনি। হামলার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশবাসী। বিভিন্ন প্রান্ত থেকে দাবি এসেছে ‘বদলা চাই’। ইতিমধ্যেই ভারত পাকিস্তানকে কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ক্ষেত্রে চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.