মন কি বাত, নরেন্দ্র মোদীকে সাথ, জোর প্রচার অভিযান চলছে
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য জোর প্রচার অভিযান শুরু করেছে বিজেপি। একই সঙ্গে শুরু করা হয়েছে মন কি বাত, নরেন্দ্র মোদীকে সাথ এই প্রচারাভিযান। এই অভিযানটি এবার অভিনব পদ্ধতিতে প্রচার করতে চাইছে বিজেপি। এর জন্য তৈরি করা হয়েছে ছয়টি বিশেষ গাড়ি। এই ছ’টি গাড়ি গোটা রাজ্যের প্রতিটি জেলায় শহর থেকে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নির্বাচন প্রচার চালাবে। সেইসঙ্গে সাধারণ মানুষের মনের কথাও জানবে। এই গাড়িতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোদী সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার চলবে। গাড়িতে থাকবে একটি বাক্স যেখানে সাধারণ লোকেরা লিখিত ভাবে নিজের মনের কথা জানাতে পারবেন। উজান, নিম্ন বরাক উপত্যকাকে নিয়ে প্রত্যেকটি কেন্দ্ৰে যাবে এই গাড়ি। নামো অ্যাপ অথবা ৬৩৫৭১৭১৭১৭ এই নম্বরে কল করে নিজের মনের কথা জানাতে পারবে সাধারণ মানিষ। এই প্রচার-অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন- রাজ্যবাসী সমস্যা এবং মনের কথা জানতেই এই পদ্ধতিতে শুরু করা হয়েছে সাধারণ এই অভিযান। কারণ সাধারণ লোকের পক্ষে নিজের মতামত সহজে সরকারকে জানানো যায় না তাই এই অভিনব পদ্ধতি বেছে নেওয়া হয়েছে ।এখানে মানুষ নিজের সমস্যা নিজেরাই জানাতে পারবেন এবং এর ওপর ভিত্তি করে তৈরি করা হবে লোকসভা নির্বাচনের ইস্তাহার।
এই প্রচার-অভিযানের প্রথম সূচনা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস এবং প্রদেশ বিজেপির পর্যবেক্ষক মহেন্দ্র সিংয়ের সাথে দলের শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই