বিধানসভায় দুঘণ্টার মধ্যে ৩ বার কোরাম ঘণ্টা বাজানো হয়
গুয়াহাটিঃ বিধানসভা শুরু হয়েছে ২৮ জানুয়ারি। আজ পৰ্যন্ত কৰ্মদিন ছিল ১২ দিন। এর মধ্যে বিধায়কদের সংখ্যা কমতে শুরু করেছে। গ্ৰামন্নোয়ন এবং গ্ৰামপঞ্চায়েত নিয়ে বিতৰ্কের সময় অধিকাংশ সদস্য অনুপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পৰ্যন্ত তিন তিন বার নিৰ্দিষ্ট সংখ্যক সদস্যের অনুপস্থিতির জন্য অধ্যক্ষ হিতেন্দ্ৰ নাথ গোস্বামী কোরাম বেল বাজান। পরিষদীয় নীতি অনুযায়ী এক তৃতীয়াংশ সদস্যের অনুপস্থিতি থাকলে কোরাম বেল বাজানো হয়। অধ্যক্ষ হিতেন্দ্ৰ নাথ অসন্তোষ প্ৰকাশ করে বলেন, সদস্যদের অনুপস্থিতির ফলে সদনের কাজ-কৰ্ম ব্যহত হচ্ছে।
কোন মন্তব্য নেই