Header Ads

বাংলাদেশের ঢাকার চকবাজারে আগুন, মৃত ৭০এরও বেশি

ছবি, সৌঃএনডিটিভি
ননীগোপাল ঘোষ, শিলং - বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজার এলাকার রাজ্জাক ভবনে লাগা আগুনের জেরে ৭০ জনেরও বেশি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। একটি কেমিক্যাল গুদাম থেকে আগুন ছড়িয়ে পরে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে । আগুন নেভানোর জন্য শুধু দমকল বাহিনীই নয় , কাজে লাগানো হয় হেলিকপ্টার ও। ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে বর্তমানে হাহাকার স্বজন হারাদের। কয়েকটি লাশ এতটাই পুড়ে গেছে যে ডি,এন,এ পরীক্ষা ছাড়া শনাক্তকরণ মুশকিল । বুধবার রাত সোয়া দশটা নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর । বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে  জানা গেছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.